অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল, খেলা শুরু হবে কখন?
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে যুব টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে দুবাইয়ের দ্যা সেভেনস স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল সেমিফাইনাল ম্যাচটি।
দুবাইয়ে বাধ সেধেছে বেরসকি বৃষ্টি। যে কারণে ম্যাচ শুরুর সময় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো টস করাও সম্ভব হয়নি। আশার কথা হলো এই রিপোর্ট লেখার সময় বৃষ্টি থেমেছে দুবাইয়ে। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করছেন। মাঠকর্মীরা মাঠ খেলার উপযোগী করে তুলতে কাজ করছেন। শীঘ্রই জানা যাবে কখন শুরু হবে ম্যাচ।
বৃষ্টির কারণে ম্যাচের সময় নষ্ট হলে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কার্টেল ওভারে। আইসিসির নিয়ম অনুযায়ী, একদিনের ম্যাচে ফলাফল আনার জন্য উভয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে।
গ্রুপপর্বে বাংলাদেশ ছিল ‘বি’ গ্রুপে। যেখানে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান আর নেপাল। তিন ম্যাচের সবগুলোতেই জয় তুলে নিয়েছে যুব টাইগাররা।
প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিতেছিল ৭ উইকেটে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তাদের দেওয়া ১৩১ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল ২৫.১ ওভারে আর ৭ উইকেট হাতে রেখেই।
গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ২২৫ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৯.১ ওভারে ১৮৬ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। এতে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক