অ্যাডিলেড টেস্ট
ইংলিশদের হতাশ করে ক্যারির ইতিহাস
আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা থেকে এদিনও বেরিয়ে আসতে পারল না ইংল্যান্ড। দায়িত্ব নিতে পারলেন না কোনো ব্যাটার। উইকেটের পেছনে দাঁড়িয়ে ইতিহাস গড়ে ইংল্যান্ডের সর্বনাশ করে ছেড়েছেন অ্যালেক্স ক্যারি। এডিলেড টেস্টে দ্বিতীয় দিন শেষে এগিয়ে অস্ট্রেলিয়া।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৫৮ রানে পিছিয়ে ইংলিশরা। ১৫১ বলে ৪৫ রানে অপরাজিত আছেন বেন স্টোকস ও ৪৮ বলে ৪০ রানে জোফরা আর্চার।
আগের দিন সেঞ্চুরি করা অ্যালেক্স ক্যারি এদিন রেকর্ড বইয়ে নাম তোলেন ৫টি ক্যাচ নিয়ে। একই টেস্টে সেঞ্চুরি করা ও ইনিংসে পাঁচটি ডিসমিসাল করা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার তিনি। অন্যদিকে, দুই উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ উইকেট ছাড়িয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফলতম বোলার এখন ন্যাথান লায়ন।
অসিদের গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ১৯ বলে ৯ রান করে ফেরেন ওপেনার জ্যাক ক্রাউলি। তিন নম্বরে ১০ বলে ৩ রানে বিদায় ওলি পোপ।
এরপর বাকিরা মোটামুটি ভালো শুরুই পেয়েছেন কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। একজন ব্যাটারও পাননি হাফসেঞ্চুরির দেখা। যৌথভাবে সর্বোচ্চ ৪৫ রান এসেছে হ্যারি ব্রুক আর স্টোটকসের ব্যাট থেকে।
ওপেনার বেন ডাকেট ফেরেন ৩০ বলে ২৯ রানের ইনিংস খেলে। অভিজ্ঞ জো রুট ১৯ রান করে শিকার হন প্যাট কামিন্সের। ২২ রান করা জেমি স্মিথকেও ফেরান কামিন্স। উইল জ্যাকস আর ব্রাইডন কার্সকে দ্রুতই বিদায় করেন অ্যালান বোল্যান্ড।
বাকিদের যাওয়া-আসার ভিড়ে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্টোকস। শেষ বিকেলে আর্চারকে নিয়ে গড়েন ৪৫ রানের জুটি। পার করে দেন দিনের বাকি সময়।
ক্রাউলি, রুট, ব্রুক, স্মিথ ও জ্যাকস—এই পাঁচজনই ক্যাচ দেন ক্যারির হাতে। আগের দিন ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই টেস্টে সেঞ্চুরি ও এক ইনিংসে পাঁচটি ডিসমিসাল করা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখান তিনি। এর আগে ২০০৩ সালে এই রেকর্ড গড়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
এর আগে ৮ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই হাফসেঞ্চুরি তুলে নেন আগের দিন অপরাজিত থাকা মিচেল স্টার্ক।
ফিফটির পর স্টার্ককে বোল্ড আউট করে ফেরান জোফরা আর্চার। শেষ পর্যন্ত ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলেন স্টার্ক। তাকে ফিরিয়ে পঞ্চম শিকার ধরেন আর্চার।
এ দিন ৮.২ ওভারে ৪৫ রান যোগ করে ৩৭১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩৭১/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৮ ওভারে ২১৩/৮ (ক্রাউলি ৯, ডাকেট ২৯, পোপ ৩, রুট ১৯, ব্রুক ৪৫, স্মিথ ২২, জ্যাকস ৬, কার্স ০, স্টোকস ৪৫*, আর্চার ৩০*; স্টার্ক ১২-১-৫৪-০, কামিন্স ১৪-৩-৫৪-৩, বোল্যান্ড ১২-৬-৩১-২, লায়ন ২২-৪-৫১-২, গ্রিন ৮-৩-২২-১)।

স্পোর্টস ডেস্ক