আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সূচি চূড়ান্ত
২০২২ সালে নতুন উদ্যোমে শুরু হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে মুখোমুখি হয় ইউরো জয়ী আর লাতিন জয়ী দল। এক ম্যাচের এই শিরোপার নতুন লড়াই কবে, কখন মাঠে গড়াবে সেটি নিয়ে জল্পনা-কল্পনা ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। চূড়ান্ত হলো বহু প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’র দিনক্ষণ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) জানিয়েছে, আগামী বছরের ২৭ মার্চ ‘ফিনালিসিমা’র শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। ২০২২ সালে যে মাঠে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি, কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় রাত ৯টায়।
এই ম্যাচটি কেবল দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই নয়, এটি হতে যাচ্ছে এক অন্যরকম আবেগের মঞ্চ। কারণ এই প্রথম একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। বার্সেলোনার ১৮ বছর বয়সী সেনসেশন ইয়ামাল যাকে নিজের আইডল বা আদর্শ মানেন, সেই মেসির বিপক্ষেই লড়তে হবে তাকে।
খেলার ধরন, বাঁ পায়ের জাদু আর একই পজিশন—সব মিলিয়ে বার্সার ভক্তরা ইয়ামালের মাঝে মেসির ছায়া খুঁজে পান। তবে স্প্যানিশ এই তরুণ তুর্কি এসব তুলনায় গা ভাসাতে নারাজ। মেসির প্রতি অগাধ শ্রদ্ধা রেখেও তিনি নিজের স্বকীয়তা বজায় রাখতে চান।
ইয়ামাল বলেন, ‘মেসি সর্বকালের সেরা, এটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু তিনি জানেন আমি তাকে নকল করতে আসিনি। আমি ১০ নম্বর জার্সি পরছি বা তার মতো খেলার চেষ্টা করছি—বিষয়টা এমন নয়। আমি আমার নিজের পথটাই তৈরি করতে চাই।’
এর আগে ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার স্বাদ নিয়েছিল আর্জেন্টিনা। ফলে ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়নও তারা।
মাঠের লড়াইয়ের বাইরেও মেসি-ইয়ামালের সম্পর্কটা বেশ পুরনো ও কাকতালীয়। ২০০৭ সালে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য শিশু ইয়ামালকে কোলে নিয়ে পোজ দিয়েছিলেন মেসি, যা গত ইউরোর সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় ফেলেছিল। এবার সেই ছবি ছাপিয়ে বাস্তবে ‘গুরু-শিষ্য’ সামনাসামনি।

স্পোর্টস ডেস্ক