জেনে নিন বিশ্বকাপে কবে কাদের বিপক্ষে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সূচি ঘোষণা করেছে ফিফা। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পূর্ণাঙ্গ সূচি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাতে নিশ্চিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কাদের বিরুদ্ধে।
১১ জুন স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের ২৩তম আসর। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনাল দিয়ে নামবে পর্দা।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। সেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ–অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। পরের দুটি ম্যাচে যথাক্রমে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের তিন প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। তিন দলের মধ্যে মরেক্কো তুলনামূলক চ্যালেঞ্জিং। ইউরোপের দল হলেও ব্রাজিলের সামনে স্কটল্যান্ড বড় নাম নয়। হাইতির ক্ষেত্রেও একই ব্যাপার। তবে মঞ্চ যখন বিশ্বকাপের, তখন যে কোনো কিছুই হতে পারে।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ১৪ জুন, মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের পরের দুটি ম্যাচ ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের সঙ্গে।
বিশ্বকাপের ড্রয়ে র্যাঙ্কিং বিবেচনায় ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই ছিল পট-১ এ। যেকারণে ভিন্ন ভিন্ন গ্রুপে পড়েছে দুই দল। ব্রাজিল গেছে ‘সি’ গ্রুপে আর আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে। তাই গ্রুপ পর্বে তাদের দেখা হচ্ছে না।
তবে দুই দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে দেখা হতে পারে সেমিফাইনালে। সেজন্য অবশ্য দুই দলকেই পাড়ি দিতে রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬ ও কোয়ার্টার ফাইনাল। জায়গা করে নিতে হবে সেমিফাইনালে। সেখানেই দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও দেখা হবে দুই দলের। তখন আবার দুই দলকেই নিজেদের গ্রুপে হতে হবে গ্রুপ রানার্স আপ। এখানেও শর্ত সেটিই সেমিফাইনাল অব্দি যেতে হবে দুই দলকে।

স্পোর্টস ডেস্ক