পিংক বল টেস্ট
ইংল্যান্ডের সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার লিড
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ডের। ব্যাটারদের ব্যর্থতা আড়াল করার সুযোগ এনে দিয়েছিলেন ইংলিশ বোলাররা। কিন্তু এবার ফিল্ডাররা যেন সেটিকে দুহাতে সরালেন। একদিনেই ফেললেন পাঁচটি ক্যাচ। সেই সুযোগের সদ্ব্যবহার করে লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ব্রিসবেন টেস্টের দিনে ৭৩ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ৪৪ রানের লিড পেয়ে গেছে অসিরা। ৪৬ বলে ৪৫ রানে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি ও ৩০ বলে ১৫ রানে অপরাজিত মাইকেল নিসির।
দ্বিতীয় দিনে একটি রেকর্ডেও নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার তোলা ৩৭৮ রান এখন দিন-রাতের টেস্টে একদিনে কোনো দলের তোলা সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ৩৪৮ রান ছিল আগের সর্বোচ্চ।
শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চেপে ধরেছিলেন ইংল্যান্ডের বোলাররা। কিন্তু ফিল্ডাররা ক্যাচ ফেলে দিয়ে সুযোগ করে দিয়েছেন অসিদের। সেই সুযোগ কাজে লাগিয়ে উদ্বোধনী জুটিতে ৭৭ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
আগের ম্যাচে সেঞ্চুরি করা ট্রাভিস হেড ৪৩ বলে ৩৩ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। এরপর তিনে নামা মার্নাস লাবুশেনের সঙ্গে ৬৯ রানের জুটিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জ্যাক ওয়েদারল্ডে তুলে নেন প্রথম হাফসেঞ্চুরি। সেঞ্চুরির দিকে ছুটতে থাকা এই ব্যাটার ফেরেন ৭৮ বলে ৭২ রান করে।
হাফসেঞ্চুরি তুলে নেন লাবুশেন আর চারে স্টিভেন স্মিথও। কিন্তু এরপর আর ইনিংস লম্বা করতে পারেননি তারা। লাবুশেনের ব্যাট থেকে এসেছে ৭৮ বলে ৬৫ রান আর স্মিথের ৮৫ বলে ৬১ রান। পুরো ম্যাচ পাঁচটি ক্যাচ ফেলা ইংল্যান্ড নিয়েছিল দুর্দান্ত একটি ক্যাচও। উইল জ্যাকস দুর্দান্ত ক্যাচে ফেরান স্মিথকে।
পরে হাফসেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছেন ক্যামেরুন গ্রিন। ৫৭ বলে ৪৫ রান করেন তিনি। সাতে নেমে ২৩ বলে ২৫ রান করে ফেরেন জস ইংলিশও। তবে দিনের বাকি সময় পার করে দেন অ্যালেক্স ক্যারি আর মাইকেল নিসির।
এর আগে এক উইকেট হাতে রেখে ৩২৫ রানে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। ২০২ বলে ১৩৫ রানে অপরাজিত ছিলেন জো রুট আর ২৬ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন জোফরা আর্চার। এদিন আর মোটে ৬ রান যোগ করতে পেরেছেন আর্চার।
ডোগেটের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ডান দিকে দৌড়ে ফুল লেংথ ডাইভে এক হাতে আর্চারের দুর্দান্ত ক্যাচ নেন লাবুশেন। এতে ৩৬ বলে ৩৮ রানে থামে আর্চারের ইনিংস।
আগের দিন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া রুট অপরাজিত থাকেন ১৩৮ রানে। তার ২০৬ বলের ইনিংসটি গড়া ছিল ১৫ চার ও এক ছক্কায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এটি। পেছনে পড়ে গেছে ২০১৬ সালে এই মাঠেই পাকিস্তানের আসাদ শাফিকের খেলা ১৩৭ রানের ইনিংস।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৭৭.২ ওভারে ৩৩৪/১০ (ক্রাউলি ৭৬, ডাকেট ০, পোপ ০, ব্রুক ৩১, স্টোকস ১৯, স্মিথ ০, জ্যাকস ১৯, আটকিনসন ৪, কার্স ০, রুট ১৩৮*, আর্চার ৩৮; স্টার্ক ২০-০-৭৫-৬, নিসির ১৪-৩-৪৩-১, বোলান্ড ১৯-১-৮৭-১, ডোগেট ১৫.২-১-৮১-১, গ্রিন ৮-১-৪৩-০)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৭৩ ওভারে ৩৭৮/৬ (হেড ৩৩, ওয়েদারল্ডে ৭২, লাবুশেন ৬৫, স্মিথ ৬১, গ্রিন ৪৫, ইংলিশ ২৩, ক্যারি ৪৬*, নিসির ১৫*; আর্চার ২০-২-৭৪-১, আটকিনসন ১৮-৪-৭৮-০, কার্স ১৭-১-১১৩-৩, স্টোকস ১৭-০-৯৩-২, জ্যাকস ১-০-৯-০)

স্পোর্টস ডেস্ক