দিবারাত্রির টেস্ট জিতে অ্যাশেজে অস্ট্রেলিয়ার ‘২-০’
চতুর্থ দিনের প্রথম সেশনেই শেষ হবে ম্যাচ, এমন ধারণা অনেকেরই ছিল। কিন্তু, টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানেই। বাজবল খেলে টেস্টের আমেজ বদলে দেওয়া ইংল্যান্ড আজ রোববার (৭ ডিসেম্বর) প্রতিরোধ গড়ে পুরোনো স্টাইলে। তাতেই ম্যাচ গড়ায় দ্বিতীয় সেশনে। অস্ট্রেলিয়ার জয় অবশ্য আটকে রাখা যায়নি। ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অসিদের জয় ৮ উইকেটে। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৩৪ রানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৫১১ রানে। ১৭৭ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৪১ রান করে। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫ রানের। ২ উইকেট হারিয়ে ৬৯ রান নিয়ে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
৬ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ইংল্যান্ড। তখনও তারা পিছিয়ে ৪৩ রানে। চোখ রাঙাছিল ইনিংস হারের শঙ্কা। চতুর্থ দিনের শুরুতে প্রতিরোধ গড়ে তোলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম সেশন পার করেন কোনো উইকেট না হারিয়ে। ৯২ বলে ৪১ করা উইল জ্যাকস এবং ১৫২ বলে ৫০ রান করে স্টোকস বিদায় নিলে এরপর আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।
রান তাড়ায় অস্ট্রেলিয়া খেলে আগ্রাসী ক্রিকেট। ৫.৫ ওভারে ৩৭ রানে উদ্বোধনী জুটি এনে দেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদার্যাল্ড। ২২ বলে ২২ রান করে বিদায় নেন হেড। মার্নাস লাবুশেন আউট হন ৩ রান করে। ৪১ রানে দুই হারানোর পর আর অঘটন ঘটেনি অসি শিবিরে।
সমান দুটি করে চার ও ছক্কায় স্টিভেন স্মিথ অপরাজিত থাকেন ৯ বলে ২৩ রানে। দশম ওভারের শেষ বলে গাস অ্যাটকিনসনের বল ডিপ স্কয়ারে ঠেলে গোলাপি বলের দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্মিথ।

স্পোর্টস ডেস্ক