বিপিএলে নতুন চমক সিলেটের
একটু একটু করে বিপিএল শুরুর সময় ঘনিয়ে আসছে। দলগুলোও নিজেদের গুছিয়ে নিতে কাজ করছে পুরোদমে। নিলামের পর অনেক ক্রিকেটারকেই দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পিছিয়ে নেই সিলেট টাইটান্সও। আজ রোববার (৭ ডিসেম্বর) পাকিস্তানি তারকা সাইম আইয়ুবকে নিয়েছে সিলেট। নিলামের আগে তাকে সরাসির চুক্তিতে নিলেও তার আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আজ।
সিলেটের হয়ে বিপিএল মাতাতে উন্মুখ হয়ে আছেন সাইমও। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘এই মৌসুমে সিলেটের হয়ে বিপিএল খেলতে আমি আসছি। আশা করি, সফংল একটি মৌসুম কাটবে। সিলেটের ভক্তদের সামনে খেলার জন্য আমার তর সইছে না।’
এর আগে গত ৩ ডিসেম্বর পাকিস্তানি পেস বোলার সালমান ইরশাদকে দলে ভেড়ানোর কথা জানায় সিলেট। সরাসরি চুক্তিতে বিদেশিদের মধ্যে সাইম ছাড়াও সিলেট নিয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরকে।
সিলেট টাইটান্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান)।
নিলাম থেকে দেশি : পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাবেদ ও তৌফিক খান তুষার।
নিলাম থেকে বিদেশি : অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা) ও অ্যারন জোন্স (ইউএসএ)।

স্পোর্টস ডেস্ক