ওয়াসিম আকরামকে ছাড়িয়ে চূড়ায় স্টার্ক
দারুণ এক রেকর্ডের হাতছানি নিয়ে ব্রিসবেন টেস্টে মাঠে নেমেছিলেন মিচেল স্টার্ক। সেই রেকর্ড ছোঁয়ায় শুরুটা দারুণ করলেন অস্ট্রেলিয়ার এই পেসার। মনে হচ্ছিল দিনের প্রথম সেশনেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। কিন্তু অপেক্ষা করতে হলো দ্বিতীয় সেশন পর্যন্ত।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রিসবেন টেস্টের মধ্যাহ্নভোজের বিরতির পর ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুককে ফিরিয়ে পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরামকে ছাড়িয়ে চূড়ায় উঠলেন স্টার্ক। ব্রুককে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৪১৫তম উইকেট তুলে নেন অসি পেসার। টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন স্টার্কের।
এর আগে ৪১৪ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত ১০৪ টেস্টে এই উইকেট ছিল ওয়াসিমের। ম্যাচের হিসাবেও ওয়াসিমকে ছাড়িয়ে গেছেন স্টার্ক। ৪১৫ উইকেট পেতে তার লাগল ১০২ ম্যাচ।
বাঁহাতি পেসারদের মধ্যে এই দুজন ছাড়া ৪০০ উইকেট নিতে পারেননি আর কেউ। সাবেক শ্রীলঙ্কান তারকা পেসার চামিন্দা ভাস তিন নম্বরে আছেন ৩৫৫ উইকেট নিয়ে।
আজ প্রথম দিনেই এরপর আরও তিন শিকার ধরেছেন স্টার্ক। তিনি একাই খাদের কিনারায় ঠেলে দিয়েছেন ইংল্যান্ডকে। শেষ বিকেলে ধস নামান ইংলিশ শিবিরে একে একে ফেরান উইল জ্যাকস, গাস আটকিনসন ও ব্রাইডন কার্সকে।
এর মধ্যে আটকিনসনকে ফিরিয়ে ১৮তম ফাইফার তুলে নেন স্টার্ক। সবমিলিয়ে প্রথম দিন শেষে ১৯ ওভার বল করে ৭১ রান দিয়ে ৬ শিকার ধরেছেন মিচেল স্টার্ক।

স্পোর্টস ডেস্ক