পিংক টেস্ট
প্রথম দিনে রুট আর স্টার্কের রোমাঞ্চকর লড়াই
ব্রিসেবেন টেস্টেও পার্থের ব্যাটিং ব্যর্থতা পেয়ে বসল ইংল্যান্ডকে। বড় রানের আশায় ব্যাটিংয়ে নেমে ঘটল বিপরীতটা। মাত্র ৫ রানেই হারাল ২ উইকেট। এরপর জো রুট আর জ্যাক ক্রাউলির লড়াইয়ে আশার সঞ্চার করলেও শেষ বিকেলে মিচেল স্টার্কের ঝড়ে আবারও এলোমেলো হয়ে দিনশেষ করেছে ইংল্যান্ড। ব্রিসবেনে প্রথম দিনে অনেকটা লড়াই করেছেন কেবল স্টার্ক আর রুটই।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রিসবেনে গোলাপি বলের টেস্টে প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে ইংল্যান্ড। ২০২ বলে ১৩৫ রানে অপরাজিত আছেন জো রুটেআর ২৬ বলে ৩২ রানে অপরাজিত আছেন জোফরা আর্চার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। মাত্র ৫ রানের মধ্যেই ইংলিশদের দুই ব্যাটারকে ফেরান তিনি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার বেন ডাকেট আর তিন নম্বরে নামা ওলি পোপ।
তৃতীয় উইকেট ১১৭ রানের জুটি গড়ে সেই বিপর্যয় কাটিয়ে ওঠেন চার নম্বরে নামা জো রুট আর ওপেনার জ্যাক ক্রাউলি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন ক্রাউলি। মাইকেল নিসির ক্রাউলিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। ৭৬ রানে তিনি ফেরেন তিনি।
আরও পড়ুন : ওয়াসিম আকরামকে ছাড়িয়ে চূড়ায় স্টার্ক
এরপর নিয়মিত ধারায় উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। বিপরীতে একপ্রান্ত আগলে রেখে জবাব দিয়ে যান জো রুট। কিন্তু কোনো ব্যাটারই তাকে সঙ্গ দিতে পারেননি।
চতুর্থ উইকেট জুটিতে হ্যারি ব্রুককে নিয়ে আশার আলো দেখাচ্ছিলেন রুট। তিনি সেটিও নিভিয়ে দেন স্টার্ক। স্মিথের ক্যাচ বানিয়ে ফেরান ৩১ রান করা ব্রুককে। এই উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে সর্বোচ্চ ৪১৫ উইকেটের মালিক হন তিনি।
মাঝখানে বেন স্টোকসকে দুর্দান্ত রান আউটে ফেরান জস ইংলিশ। ৪৯ বলে ১৯ রান ফেরেন তিনি। জেমি স্মিথকে শূন্য রানে ফেরান অ্যালান বোলান্ড।
এরপর আরেক দফা ইংলিশ শিবিরে হানা দেন স্টার্ক। দ্রুতই তুলে নেন আরও তিন উইকেট। শুরুটা করেন ৩১ বলে ১৯ রান করা উইল জ্যাকসকে ফিরিয়ে। এরপর গাস আটকিনসনকে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফাইফার। দিনের শেষ উইকেট হিসেবে ব্রাইডন কার্সকে ফেরান শূন্য রানে।
আরও পড়ুন : দীর্ঘ প্রতিক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে রুটের প্রথম
স্টার্কের সেই ছোবল সামলে জোদফরা আর্চারকে নিয়ে দিনের বাকি সময় কাটিয়ে দেন রুট। শেষ উইকেটে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা, দিন-রাতের টেস্টে যা রেকর্ড। গোলাপি বলের ম্যাচে দশম উইকেটে নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল ও ব্লেয়ার টিকনারের ৫৯ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ। এর মাঝেই দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৭৪ ওভারে ৩২৫/৯ (ক্রাউলি ৭৬, ডাকেট ০, পোপ ০, ব্রুক ৩১, স্টোকস ১৯, স্মিথ ০, জ্যাকস ১৯, আটকিনসন ৪, কার্স ০, রুট ১৩৫*, আর্চার ৩২*; স্টার্ক ১৯-০-৭১-৬, নিসির ১৪-৩-৪৩-১, বোলান্ড ১৯-১-৮৭-১, ডোগেট ১৪-১-৭৬-০, গ্রিন ৮-১-৪৩-০)

স্পোর্টস ডেস্ক