সিরিজ জয়ের পরের দিন সুখবর পেলেন মুস্তাফিজ-ইমনরা
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁডিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে দারুণ বোলিং করেছেন পেসার মুস্তাফিজুর রহমান। শেষ দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন পারভেজ হোসেন ইমন। শেখ মেহেদী কিংবা রিশাদ হোসেনও ছিলেন দুর্দান্ত। এবার সেই ভালো খেলার পুরষ্কার পেলেন তারা।
আজ বুধবার (৩ ডিসেম্বর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছেন ইমন। উন্নতি হয়েছে মুস্তাফিজ-মেহেদী-নাসুম আহমেদদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে উইকেট শূন্য থাকলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। সেটির প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ২ ধাপ এগিয়ে ৮ নম্বরে ওঠে এসেছেন ফিজ। বাংলাদেশিদের মধ্যে তিনি আছেন সবার ওপরে।
৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। উঠে এসেছেন ১৪ নম্বরে। ৫ ধাপ এগিয়ে সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। বর্তমানে তিনি আছেন ১৯ নম্বরে। রিশাদের সমান ৫ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদও। তিনি আছেন ২৫ নম্বরে। ২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব।
অন্যদিকে, এই সিরিজে না থাকা তাসকিন আহমেদ ১০ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫২ নম্বরে। এক ধাপ পিছিয়ে ৫১ নম্বরে আছেন শরিফুল ইসলাম। ৯ ধাপ পিছিয়েছেন হাসান মাহমুদ। তিনি আছেন ৮৮ নম্বরে।
প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ পারভেজ ফিরেছিলেন শেষ দুই ম্যাচে। ব্যাটহাতে যাথাক্রমে ৪৩ ও ৩৩ রানের ইনিংস খেলেন। এতে ২১ ধাপ এগিয়েছেন টাইগার এই ব্যাটার। উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩৮ নম্বরে। ৫ ধাপ উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। উঠে এসেছেন ৪৩ নম্বরে।
শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করলেও এক ধাপ নিচে নেমে এখন ১৯ নম্বরে নেমে গেছেন তানজিদ হাসান তামিম। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের মধ্যে তিনিই সবার ওপরে। এছাড়াও ৯ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে নেমে গেছেন সাইফ হাসান।

স্পোর্টস ডেস্ক