মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন তার কোচ
ডেকেও খেলতে দেয়নি আইপিএল। তাই বলে মুস্তাফিজুর রহমান বসে নেই। বিপিএলে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। রংপুর রাইডার্সের হয়ে আছেন দারুণ ছন্দে। দলের জেতা ম্যাচগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আইপিএল না রাখলেও ফিজকে স্বাগত জানিয়েছে পিএসএল। সবমিলিয়ে সময়টা মন্দ কাটছে না এই পেসারের।
মুস্তাফিজকে নিয়ে অনেকে কথা বললেও সেভাবে কিছু বলেননি মিকি আর্থার। বিপিএলে রংপুর রাইডার্সের দায়িত্বে আছেন আর্থার। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অবশ্য কথা বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে এসে আর্থার জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
যা ঘটেছে তা নিয়ে আর্থার বলেন, ‘নিজের সেরাটা দিয়ে সে তার কাজ করে যাচ্ছে। কিন্তু যা হয়ে গেল, সেটি তার জন্য হতাশাজনক। কলকাতার হয়ে খেলতে সে তৈরি ছিল। বিষয়টা সত্যিই হতাশাজনক।’
মুস্তাফিজের প্রশংসাই ঝরেছে দক্ষিণ আফ্রিকান এই কোচের কণ্ঠে। আর্থার বলেন, ‘মুস্তাফিজ সম্পূর্ণ পেশাদার একজন ক্রিকেটার। আমাদের জন্য সে অনেক বিশেষ একজন। বিপিএলে দারুণ পারফর্ম করছে। তার কোয়ালিটি সম্পর্কে আমরা সবাই জানি। সে বিশ্বের সেরা না হলেও, ততটা ভালো যতটা ভালো হওয়া সম্ভব।’
মুস্তাফিজ আছেন ফুরফুরে মেজাজে। কখনও প্রকৃতির সান্নিধ্যে থেকে ছবি পোস্ট করছেন, কখনও মাঠে বসে ছবি প্রকাশ করছেন। টিম বাসে বসে তার গান শোনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সবমিলিয়ে মাঠের বাইরে বিতর্ক যেন তাকে ছুঁতে পারেনি।

স্পোর্টস ডেস্ক