অবশেষে হাসল সাইফের ব্যাট, লড়াকু পুঁজি ঢাকার
টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের। এখন শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করাই তাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে ঢাকা। চট্টগ্রাম রয়্যালসের বোলারদের শাসন করে অবশেষে রানে ফিরেছেন সাইফ। বাকিরা দায়িত্ব নিতে না পারলেও লড়াকু পুঁজি গড়েছে দলটি।
আজ রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭০ রান সংগ্রহ করেছে ঢাকা ক্যাপিটালস।
টস হেরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার উসমান খান। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি, ফিরেছেন ৬ বলে ১৬ রানে।
এরপর ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার সব অন্ধকার দূর করেন সাইফ হাসান। পুরো টুর্নামেন্ট জুড়ে রানখরায় থাকা সাইফ শাসন করতে শুরু করেন চট্টগ্রামের বোলারদের। আরেক ওপেনার জুবায়েদ আকবরীকে নিয়ে গড়েন ৯০ রানের জুটি। ৩০ বলে ২৯ রান করা আকবরী ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর গোল্ডেন ডাকে ফেরেন শামীম হোসাইন পাটোয়ারী। চলমান বিপিএলে প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন সাইফ। শেষ পর্যন্ত ফিরেছেন ৪৪ বলে ৭৩ রান। সমান ৫টি করে চার আর ছক্কা ছিল সাইফের ইনিংসে।
বাকিরা অবশ্য আর দায়িত্ব নিতে পারেননি। ইনিংস বড় করতে পারেননি সাব্বির রহমান (৯ বলে ৯), মোহাম্মদ মিঠুন (১২ বলে ১৫), মোহাম্মদ সাইফউদ্দিনরা (৮ বলে ১২)। এতে ২০ ওভারের পুরোটাও খেলতে পারেনি ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস : ১৯.৫ ওভারে ১৭০/১০ (জুবাইদ ২৯, উসমান ১৬, শামীম ০, সাব্বির ৯, সাইফ ৭৩, মিঠুন ১৫, সাইফউদ্দিন ১২, ইমাদ ২, তোফায়েল ১, মারুফ ০, তাসকিন ০*; শরিফুল ৪-০-১৮-২, মুকিদুল ৩-০-৪০-১, তানভীর ৪-০-২৫-৩, জামাল ৩.৫-০-৪৯-২, মেহেদী ৪-০-২৫-১, হাসান ১-০-১২-০)

স্পোর্টস ডেস্ক