বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, জানা যাবে বুধবার
আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে সভা করে গিয়েছিল। গত ১৭ জানুয়ারির সেই সভাতেও চূড়ান্ত হয়নি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ভারতে না যাওয়ার ব্যাপারে স্পষ্ট অবস্থান জানিয়ে দেয় বিসিবি। সবমিলিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, সেটি এখনও অনিশ্চিত।
তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, অনিশ্চয়তা কাটবে দ্রুতই। আগামী ২১ জানুয়ারি জানুয়ারি বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। সেদিনই জানা যাবে, বাংলাদেশ কি ভারতেই খেলবে না অন্য কোথাও।
বাংলাদেশ চায় শ্রীলঙ্কার মাটিতে খেলতে। কিন্তু, টুর্নামেন্টের অল্প কিছুদিন আগে সূচি পরিবর্তন করার ঝামেলায় আইসিসি যাবে কি না, প্রশ্ন থেকে যায়। সমাধান একটি ছিল। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন। তবে, সেই আশায়ও গুড়েবালি!
ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে আগ্রহী নয় ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই সংক্রান্ত খবর প্রকাশের পর নিজেদের অবস্থান জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড আছে গ্রুপ ‘বি’-তে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। আইরিশদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে। অন্যদিকে বাংলাদেশ খেলছে গ্রুপ ‘সি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

স্পোর্টস ডেস্ক