চলছে আইসিসির সভা, আছেন বিসিবি সভাপতিও
দুই সপ্তাহ পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ এখনও নিশ্চিত নয় বাংলাদেশ খেলবে কি না। আজ বুধবার (২১ জানুয়ারি) লাল-সবুজের প্রতিনিধিদের ভাগ্য নির্ধারিত হতে পারে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ সভা ডেকেছে। জয় শাহর সভাপতিত্বে ভার্চুয়াল এই সভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সভায়। উপস্থিত আছেন সংগঠনটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সভা শেষেই মূলত জানা যাবে বাংলাদেশের পরবর্তী গন্তব্য।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল বাংলাদেশ। সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে বিসিবি।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে আইসিসিকে চিঠিও লিখেছে তারা। পিসিবির এই চিঠির কারণেই আইসিসির এই জরুরি সভা ডাকা হয়েছে, বাতাসে ভেসেছে এমন কথাও।
সর্বশেষ গত ১৭ জানুয়ারি বিশ্বকাপ ইস্যু নিয়ে বৈঠক করতে বাংলাদেশে এসেছিল আইসিসির প্রতিনিধি দল। সেই বৈঠকেও কোনো সমাধান আসেনি। সে সময় ফিরে গিয়ে আইসিসির বোর্ডসভা শেষে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়ে গিয়েছিল প্রতিনিধি দল।

স্পোর্টস ডেস্ক