ক্রিকেটারদের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হবে ক্রীড়া উপদেষ্টার
এই দিনটির অপেক্ষায় রয়েছে গোটা দেশের ক্রিকেট ভক্তরা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভায় বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি না বাংলাদেশ, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজই। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন আসিফ নজরুল।
কয়েকটি বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঠিক কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেটি জানানো হবে ক্রিকেটারদের। এরপরই আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।
ক্রীড়া উপদেষ্টার কথা কি শুনবেন ক্রিকেটাররা—এমন কৌতূহলও জেগেছে। তবে, আসিফ নজরুল আজ যা-ই বলবেন, সেটি যে সরকারি সিদ্ধান্ত, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় মূলত সেটিই, কোন পথে হাঁটতে চলেছে সরকার।
আইসিসি যেহেতু সময় বেঁধে দিয়েছে, বিসিবি এখন তাকিয়ে আছে সরকারের দিকে। গতকাল সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। তবে সরকারকে চাপ দিতে চান না।
বুলবুল বলেন, ‘আমি আইসিসিকে বলেছি, আমাদের সরকারের সঙ্গে কথা বলার একটা সুযোগ দিতে। তারা আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে। তবে, আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা সবাই জানি ভারত আমাদের জন্য নিরাপদ না। যে কারণে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছি। আমি জানি আইসিসি আমাদের প্রত্যাখান করেছে। কিন্তু, আমরা সরকারের সঙ্গে আরও একবার কথা বলব। আইসিসির প্রতিক্রিয়া সম্পর্কে সরকারকে অবগত করব। যখন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আসে, সরকারকে শুধু খেলোয়াড়দের বিষয়ে নয়, সব বিষয়ে খেয়াল রাখতে হয়।’

স্পোর্টস ডেস্ক