হাল ছাড়ছেন না বুলবুল
বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি যেন অতটা বড় করে দেখেনি আইসিসি। আইসিসি কিংবা বিসিসিআই আশ্বাস দিয়েছে নিরাপত্তার বিষয়ে, তাতে শঙ্কা কমেনি। বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় খেলতে, আইসিসি চাইলে হয়তো সুযোগ ছিল। কিন্তু, বিসিবির সেই প্রস্তাব প্রত্যাখান করা হয়েছে বারবার।
সবকিছুর পর ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বিশ্বকাপে খেলার মানে হয় না। যে কারণে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ নজরুল। বৈঠকে ক্রিকেটার ও ক্রীড়া উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা।
বিসিবি সভাপতি এখনও হাল ছাড়েননি। লড়াই চালিয়ে যাওয়ার আভাস দিয়েছেন তিনি। শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার কথা ফের তুলে ধরেন বুলবুল। পাশাপাশি জানান, বাংলাদেশের না খেলা আয়োজক দেশের ব্যর্থতা।
বুলবুল বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাব। আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে ভারতে খেলতে চাই না, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি। আমাদের মতো দেশকে যদি তারা মিস করে, তাহলে অনেক বড় ক্রিকেটপ্রেমী দেশকে তারা মিস করবে। এমন জনবহুল ক্রিকেটপ্রেমী দেশ না গেলে হোস্টদের জন্য ব্যর্থতা।’

ক্রীড়া প্রতিবেদক