মুস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে দ্বিতীয়বার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। সেখানে নিরাপত্তা শঙ্কার কথা জানানো হয় জোর দিয়ে। আজ সোমবার (১২ জানুয়ারি) চিঠির জবাব দিয়েছে আইসিসি। চিঠিতে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে।
আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে। চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। তৃতীয় ব্যাপারটি রাজনৈতিক— বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।’
আইসিসির এমন বক্তব্যকে ‘উদ্ভট’ ও ‘অযৌক্তিক’ বলেছেন ক্রীড়া উপদেষ্টা। রাখঢাক রাখেননি তিনি। তার মতে, এগুলো অবাস্তব প্রত্যাশা।
আসিফ নজরুল বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তাহলে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’
আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, ‘ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না।’

স্পোর্টস ডেস্ক