অবশেষে বিসিবি-কোয়াব সমঝোতা, মাঠে ফিরছে বিপিএল
অনিশ্চয়তা কাটিয়ে ক্রিকেটাররা সম্মত হয়েছেন মাঠে ফিরতে। শুক্রবার (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আজ থেকে যথারীতি মাঠে ফিরছে বিপিএল।
বৃহস্পতিবার দিনভর দেশের ক্রিকেটপাড়া ছিল অস্থির। বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুই খেলার একটিও মাঠে গড়ায়নি। শঙ্কা ছিল, বিপিএল স্থগিত হবে অনির্দিষ্টকালের জন্য। তবে, রাতে বিসিবি ও ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) মধ্যে সম্পর্কের বরফ গলেছে। ক্রিকেটাররা রাজি হয়েছেন খেলায় ফিরতে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারের না হওয়া ম্যাচ দুটি। প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস লড়ার কথা ছিল। দ্বিতীয় ম্যাচে মোকাবিলা হতো রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্সের। একদিন পর হলেও এরাই ঢাকা পর্বের শুরুটা করবে।
এছাড়া, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর সময় একদিন করে পেছানো হয়েছে। ১৬ ও ১৭ জানুয়ারির ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ জানুয়ারি। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ জানুয়ারি, যা একদিন পিছিয়ে এখন ২০ জানুয়ারিতে নেওয়া হয়েছে।
এর আগে কোয়াব কেবল বিপিএল না খেলার কথাই বলেনি, তারা সবধরনের ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কোয়াবের দাবি ছিল বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলামের পদত্যাগ। সেটি হয়নি এখনও। বিসিবি তাকে শুধু অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতির (নারী দল, বয়সভিত্তিক দল) কথা চিন্তা করে তারা নিজেদের অবস্থান বিবেচনা করছে। বিপিএলকেও তারা গুরুত্বপূর্ণ মনে করে বলে বিবৃতিতে উল্লেখ করেছে।

ক্রীড়া প্রতিবেদক