সিলেটকে ১৪৮ রানের লক্ষ্য দিল রাজশাহী
শুরুটা বেশ দারুণ গতিতে করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম ১০ ওভারে রানরেট ৯ এর ওপর রাখে দলটি। কিন্তু, সেটি ধরে রাখতে ব্যর্থ তারা। উল্টো ম্যাচে ফেরে সিলেট টাইটান্স। রাজশাহীকে থামায় মাঝারি পুঁজিতে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে রাজশাহীর সংগ্রহ ১৪৭ রান।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওপেনিং ভালো হয়নি রাজশাহীর। দলীয় ১৭ রানে বিদায় নেন তানজিদ হাসান তামিম। ৭ বলে ৯ করে শহিদুল ইসলামকে উইকেট দেন তিনি। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান বিদায় নেন ১২ বলে ১৩ রানে, শিকার হন রুয়েল মিয়ার।
এরপর হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২১ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩৪ রান আসে শান্তর ব্যাট থেকে। মুশফিকুর রহিমও বড় সংগ্রহের আশা জাগান। তবে, ৩০ বলে চারটি চার ও এক ছক্কায় ৪০ রানে সাজঘরে ফেরেন। দলের পক্ষে এটিই সর্বোচ্চ।
হাত খুলতে ব্যর্থ হন জেমস নিশাম। ১০ বলে ১২ আসে তার ব্যাট থেকে। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ১১ বল ১৬ রান তুলে দলের রান দেড়শর কাছাকাছি নেন।
সিলেটের পক্ষে নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান রুয়েল মিয়া, মেহেদি হাসান মিরাজ ও মঈন আলী।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৪৭/৮ (ফারহান ১৪, তামিম ৯, শান্ত ৩৪, মুশফিক ৪০, নিশাম ১২, বার্ল ৯, আকবর ২, সাকলাইন ১৬, রিপন ৭, রুবেল ০*; মবনি ৪-০-১৬-১, সালমান ৩-০-১৫-০, শহিদুল ৪-০-৩৭-২, রুয়েল ২-০-২০-১, নাসুম ৪-০-৩০-২, মিরাজ ৩-০-২৮-১)

ক্রীড়া প্রতিবেদক