সিলেটের বিপক্ষে ব্যাট করবে রাজশাহী, যেমন হলো একাদশ
রাজশাহী ওয়ারিয়র্স আর সিলেট টাইটান্স দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। এখন লড়াইটা পয়েন্ট টেবিলে সেরা দুই দলের মধ্যে থাকা। সেই লড়াইয়ে টস হেরে ব্যাটিং করবে রাজশাহী ওয়ারিয়র্স।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
চলমান বিপিএলে দারুণ ছন্দে আছে রাজশাহী ওয়ারিয়র্স। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে তারা। অন্যদিকে, ৯ ম্যাচ খেলে সিলেটের জয় ৫ ম্যাচে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছে তারা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান করেছিল সিলেট। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে রাজশাহী।
এবার সিলেটের সামনে সেই হারের প্রতিশোধ নেওয়া। যদিও চ্যালেঞ্জটা অনেক কঠিন তাদের জন্য। কারণ মোহাম্মদ আমির ও আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো ক্রিকেটারদের পাচ্ছেন না তারা। ফলে তিন বিদেশি নিয়ে মাঠে নামছে তারা।
সিলেট টাইটান্সের একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, মমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, শহিদুল ইসলাম, ইথান ব্রুকস, মঈন আলী, নাসুম আহমেদ, সালমান ইরশাদ, রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, মুশফিকুর রহিম, আকবর আলী, জেমি নিশাম, রায়ান বার্ল, রিপন মন্ডল, আব্দুল গাফ্ফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ রুবেল।

স্পোর্টস ডেস্ক