মেসির ছোঁয়ায় মায়ামির আরেক ইতিহাস
লিওনেল মেসি যাওয়ার পর ইন্টার মায়ামি কতটা বদলেছে, সেটি এখন আর না বললেও চলে। অখ্যাত মেজর লিগ সকারকে বিখ্যাত বানিয়েছেন। মেসি যাওয়ার আগে যে মায়ামি শিরোপাই জেতেনি, তার ছোঁয়ায় এখন ক্লাবটি নিয়মিত ট্রফি উঁচিয়ে ধরে। এই যেমন আজ রোববার (৭ ডিসেম্বর) জিতেছে এমএলএস কাপের শিরোপা, যা ক্লাবটির ইতিহাসে প্রথমবার।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভ্যানকুবারকে ৩-১ গোলে হারিয়েছে মেসির মায়ামি। ম্যাচে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির জাদুকরি পারফরম্যান্সে পাওয়া হয় কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ।
ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় মায়ামি। ভ্যানকুবারের এদিয়ের ওকাম্পো নিজেদের জালেই বল জড়ান। প্রথমার্ধে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি। বিরতির পর ভ্যানকুবারকে সমতায় ফেরান আলী আহমেদ, ৬০ মিনিটে গোল করেন তিনি। তবে, ৭১ মিনিটে রদ্রিগো ডি পল মায়ামিকে এগিয়ে নেন। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯০+৬) তাদেও আলেন্দে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১।
মায়ামিকে লিগ জেতানোর পর মেসির ক্যারিয়ারে ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭-এ। নিঃসন্দেহে সবার ওপরে তিনি। ক্লাবকে লিগ শিরোপা জেতানোর মৌসুমে ৩৮ বছর বয়সী মেসিও ছিলে সপ্রভিত। মৌসুমে করেছেন ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, প্লে-অফে মোট ১৫ গোলে অবদান রেখেছেন, এমএলএসের ইতিহাসেই যা সর্বোচ্চ।
এই ম্যাচ দিয়ে অবসর নিয়েছেন মেসির দীর্ঘদিনের দুই সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুসকেটস।

স্পোর্টস ডেস্ক