বিয়ে বাতিলের ব্যাপারে যা বললেন স্মৃতি মান্ধানা
গুঞ্জন সত্যি হলো অবশেষে। ভারতীয় নারী দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সম্পর্ক ভেঙে গেল। আজ রোববার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিয়ে বাতিলের ঘোষণা দেন স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছল। এর মধ্য দিয়ে সমাপ্ত হলো প্রায় পাঁচ বছরের ঘনিষ্ঠতার। স্মৃতির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইসএসপিএনক্রিকইনফোও।
গত কয়েক সপ্তাহ ধরে স্মৃতি-পলাশের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল, যার অবসান ঘটেছে আজ। গত ২৩ নভেম্বর দুজনের বিয়ে হওয়ার কথা ছিল।
প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এরপর থেকে এই বিষয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়। স্মৃতি তার বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমি খুবই নিভৃত মানুষ এবং আমি সেভাবেই থাকতে চাই। তবে এই মুহূর্তে আমার স্পষ্ট করা উচিত যে, বিয়েটি বাতিল করা হয়েছে।’
সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের কাছে একান্ত অনুরোধ করে স্মৃতি বলেন, ‘আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই কাজ করার অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে এই সময়ে উভয় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন।’
স্মৃতির পাশাপাশি পলাশও বিবৃতি দিয়ে লিখেছেন, ‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।’
পলক ও স্মৃতির এই বিচ্ছেদের পেছনে কারণ হিসেবে এসেছিল ভারতীল নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নন্দিকা দ্বিবেদির নাম। নন্দিকা অবশ্য উড়িয়ে দিয়েছেন অভিযোগ।
সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে শিরোপাজয়ী ভারতের সফল অভিযানে স্মৃতি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫৪.২৫ গড়ে তিনি মোট ৪৩৪ রান করেছিলেন। ভারতের সহ-অধিনায়ক অনেকদিন ধরেই দলের অন্যতম ভরসা।

স্পোর্টস ডেস্ক