সাক্ষাতে মোদির ‘স্কিন কেয়ার’ রুটিন জানতে চাইলেন হারলিন
নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ভারত। দেশের হয়ে ইতিহাস গড়া মেয়েরা গতকাল বুধবার (৫ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসভবনে দেখা করেছে। সেখানে আনন্দময় পরিবেশে হাসি-ঠাট্টার মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটান বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যরা।
মেদির সাথে সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে নারী ক্রিকেট দলের সদস্যরা। সেখানেই মজার মুহূর্ত তৈরি হয়, হারলিন দেওলের একটি প্রশ্নে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ সংবাদসংস্থা ‘এএনআই’ এর একটি ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার মোদিকে জিজ্ঞোসা করেন, ‘স্যার, আপনার ত্বক সবসময় উজ্জ্বলতা ছড়ায়। আপনার স্কিনকেয়ার রুটিনটা জানতে চাচ্ছি?’
আরও পড়ুন : 'জয়টা যেন স্বপ্নের মতো' ভারতের হয়ে ইতিহাস গড়ে কাঁদলেন জেমিমা
এমন প্রশ্নে সকলের সঙ্গে মোদিও হেসে ফেলেন। সেসময় পাশ থেকে অলরাউন্ডার স্নেহ রানা বলে ওঠেন– ‘স্যার, এটা আপনার প্রতি দেশের কোটি মানুষের ভালোবাসার ফল।’
মোদি অবশ্য হেসে এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এসব নিয়ে ভাবিই না…..আমি প্রায় ২৫ বছর ধরে সরকারে আছি। এত আশীর্বাদ পাই যে সেটারই প্রভাব থেকে যায়।’ তাদের এই কথোপকথনে পুরো পরিবেশে হাস্যরস ছড়িয়ে পড়ে।
এরপর কোচ অমল মজুমদার বলেন, ‘দেখছেন তো স্যার, কেমন প্রশ্ন করে ওরা। এদের প্রধান কোচ হয়ে দুই বছর হয়ে গেল, আর এ কারণেই তো মাথার চুল সাদা হয়ে গিয়েছে।’
আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত
এছাড়া অধিনায়ক হারমানপ্রীত কৌর দলের দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে বলেন, ‘২০১৭ সালে আমরা যখন আপনার সঙ্গে দেখা করেছিলাম, তখন আমরা ট্রফি জিততে পারিনি। কিন্তু এবার আমরা সত্যিই গর্বিত যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আবার আপনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে এবং আমরা দেশের গর্ব বজায় রাখতে চাই।’
মোদি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, ‘তোমরা অসাধারণ কিছু অর্জন করেছো। ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয় — এটি মানুষের জীবনের অংশ। ক্রিকেট ভালো করলে দেশ উদযাপন করে, আর না পারলে গোটা দেশ দুঃখ পায়।’

স্পোর্টস ডেস্ক