বিশ্বকাপ জিতে বড় অঙ্কের পুরস্কারও পাচ্ছেন জেমিমাহ–মান্ধানারা
প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। দেশটিতে সেই উৎসব চলছে এখনো। ক্রিকেটাররাও মাতোয়ারা উৎসবে। সেই উৎসবকে এবার দ্বিগুণ করে দেওয়ার মতো খবর পেলেন ভারত নারী দলের ক্রিকেটাররা। বড় অঙ্কের পুরস্কার পাচ্ছেন জেমিমাহ রদ্রিগেজ-স্মৃতি মান্ধানারা।
রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়ে ভারত। হারমানপ্রিত কৌরের নেতৃত্বে এই জয়েই প্রথমবারের মতো নারী ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি ওঠে ভারতের হাতে।
চ্যাম্পিয়ন দল হিসেবে আইসিসির কাছ থেকে ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি রুপি। ক্রিকেটারদের জন্য এরচেয়েও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পুরো দলকে ৫১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে তারা।
বিসিসিআই সচিব দেবাজিৎ শাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘নারী ক্রিকেটের উন্নয়নে বিসিসিআই সর্বদা গুরুত্ব দিচ্ছে। বিশ্বকাপ জয়ী খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফ—সবাইকে নিয়ে আমরা এই পুরস্কার দিচ্ছি। নারী ক্রিকেট এখন ভারতের গর্ব।’
এর আগে নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি ৩০০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা আগের আসরের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
বিশ্বকাপ জয়ের এই পুরস্কারে স্বপ্নপূরণের আনন্দে ভাসছেন হারমানপ্রিত, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজরা। ভারতের নারী ক্রিকেটে এটি নতুন অধ্যায়ের সূচনা—যেখানে ট্রফির সঙ্গে যুক্ত হলো ইতিহাসের সবচেয়ে বড় প্রাইজমানিও।

স্পোর্টস ডেস্ক