এবার দ. আফ্রিকার ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস
বিপিএলের নিলামের টেবিলে সবচেয়ে বেশি টাকা খরচ করে আলোচনায় এসেছিল চট্টগ্রাম রয়্যালস। মোহাম্মদ নাঈম শেখকেই তারা দলে ভিড়িয়েছিল ১ কোটি ১০ লাখ টাকায়। কিন্তু নিলামের পর সমালোচনা ঘিরে ধরে ফ্র্যাঞ্চাইজিটিকে। দলবদলের বাজারেও আর ছিল না তাদের পদচারণা। সেখান থেকে বেড়িয়ে এসে শেষ সময়ে দল গোছাচ্ছে তারা। এবার দলে ভেড়াল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম রয়্যালস নতুন ক্রিকেটারকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্টকে দলে নিয়েছে তারা। বিপিএলে পরিচিত মুখ ক্যামেরন ডেলপোর্ট। এর আগেও কয়েকবার বিপিএল খেলে গেছেন তিনি।
টি-টোয়েন্টিতে ব্যাটহাতে ২৭৮ ম্যাচে ২৫ গড় আর ১৩৯ স্ট্রাইটরেটে করেছেন ৬ হাজার ২৯০ রান। পাঁচটি সেঞ্চুরিও আছে এই প্রোটিয়া ক্রিকেটারের। ১১২ ইনিংসে বল করে ২৯ গড়ে নিয়েছেন ৭১ উইকেট।
এর আগে নিলামের পর আয়ারল্যান্ডের অলরাউন্ডার পল স্টার্লিংকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিলামে নাম থাকলেও তখন তাকে দলে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সরাসরি চুক্তিতে এই আইরিশ ক্রিকেটারকে দলে ভেড়ায় চট্টগ্রাম।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড
সরাসরি চুক্তি : শেখ মেহেদী, তানভীর ইসলাম ও আবরার আহমেদ (পাকিস্তান), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা)।
নিলাম থেকে দেশি : মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন ও জাহিদুজ্জামান খান।
নিলাম থেকে বিদেশি : নিরোসান ডিকওয়েলা (শ্রীলঙ্কা)।

স্পোর্টস ডেস্ক