নতুন চমক রাজশাহী ওয়ারিয়র্সের
বিপিএল নিলামের টেবিলে মুনশিয়ানা দেখিয়েছিলেন রাজশাহী ওয়ারির্য়সের কোচ হান্নান সরকার। বুদ্ধিদীপ্ত দল গঠন করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে নিলামের টেবিলেই থেমে থাকেননি রাজশাহীর কোচ। শিরোপা পুনুরদ্ধারের লড়াইয়ে একের পর এক চমক দিচ্ছে নতুন নাম আর মালিকানায় আসা রাজশাহী ওয়ারির্য়স।
বিপিএলে একবারই শিরোপা জিতেছে রাজশাহী। সেই দলের টিম ম্যানেজার ছিলেন হান্নান সরকার। এবার নতুন ভূমিকায় দায়িত্ব নিয়ে সেই শিরোপা পুনরুদ্ধারের মিশনে দলে কোনো ঘাটতি রাখতে চান না হান্নান সরকার। যে কারণে একের পর এক বিদেশি ক্রিকেটার দলে ভেড়াচ্ছেন।
সেই তালিকায় যোগ হলো এবার নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানে। আজ রোববার (১৪ ডিসেম্বর) নেপালি এই লেগ স্পিনারকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে রাজশাহী।
বিপিএলের নিলামে নাম ছিল লামিচানের। নিলামে‘বি’ ক্যাটাগরি থেকে তাকে দলে ভেড়ায়নি কোনো দল। নিলামে দল না পেলেও সরাসরি চুক্তিতে এবার দল পেলেন টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ নেপালের এই লেগস্পিনার।
এর আগে নিলামের পরে শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম, পাকিস্তানের অলরাউন্ডার হোসাইন তালাতদের দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করেছে রাজশাহী।
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), হোসাইন তালাত (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), জিমি নিশাম (নিউজিল্যান্ড), সন্দীপ লামিচানে (নেপাল)।
নিলাম থেকে দেশি : মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, আব্দুল গাফ্ফার সাকলাইন, মেহরাব হোসেন, হাসান মুরাদ, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, শাকির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল।
নিলাম থেকে বিদেশি : জাহানদাদ খান (পাকিস্তান) ও দাসুন হেমন্থা (শ্রীলঙ্কা)।ডি

স্পোর্টস ডেস্ক