বিপিএল খেলতে আসছেন মঈন আলী
আগামী ২৬ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। এর আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ বিদেশি খেলোয়াড় নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাদ নেই নতুন নাম আর মালিকানায় আসা সিলেট টাইটান্সও। দলের শক্তি বাড়াতে এবার ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে মঈন আলীকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে সিলেট টাইটান্স।
মঈন আলী এর আগেও বিপিএলে খেলেছেন। দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে চার মৌসুমে বিপিএল খেলেছেন তিনি। ২০২৪ পর্যন্ত সর্বশেষ তিন আসরে মঈন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর মধ্যে দুবার শিরোপাও জিতেছেন। প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে মঈন আলিকে।
নিলামের পরে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে সিলেট। এর মধ্যে গতকাল আনক্যাপড ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে ভিড়িয়েছে সিলেট। সম্প্রতি ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন তিনি।
ভাইটালিটি ব্লাস্টের এবারের আসরে ১৪ ম্যাচে প্রায় ১৬৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন ব্রুকস। ৫৭ বাউন্ডারিতে টুর্নামেন্টে করেছেন মোট ৩৮০ রান। অর্ধশতক হাঁকিয়েছেন তিনটি। সবমিলিয়ে ২৮ টি-টোয়েন্টি খেলে ১৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। ব্যাটিংয়ে তিন ফিফটিতে ৬৯৫ রান, বাউন্ডারি মেরেছেন ৯৯টি।
সিলেট টাইটান্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, মোহাম্মদ আমির (পাকিস্তান) ও সাইম আইয়ুব (পাকিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ইথান ব্রুকস (ইংল্যান্ড), মঈন আলী (ইংল্যান্ড)।
নিলাম থেকে দেশি : পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাবেদ ও তৌফিক খান তুষার।
নিলাম থেকে বিদেশি : অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা) ও অ্যারন জোন্স (ইউএসএ)।

স্পোর্টস ডেস্ক