চট্টগ্রাম রয়্যালসের অবস্থান স্পষ্ট করল বিসিবি
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিপিএলের। নতুন আসর শুরু হওয়ার আগে আবারও বিতর্ক। সমালোচনা চলছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিয়ে। চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে পুরোনো আলাপই চলছে, ক্রিকেটার-স্টাফদের বেতন বকেয়া রাখা। এবার অবশ্য মালিকানা বদলেছে। তবু প্রশ্ন উঠেছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কি না—তা নিয়ে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব দলকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১০ কোটি টাকা দেওয়ার নিয়ম করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির তথ্যমতে, সেটি পরিশোধ করেছে চট্টগ্রাম রয়্যালস।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ সকল আর্থিক পারিশ্রমিক পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিয়ে গণমাধ্যমের নানা রিপোর্ট বিসিবির নজরে এসেছে। সে কারণে এই সংশ্লিষ্ট সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ জানাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।’
আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএলের নতুন মৌসুম। এরপর চট্টগ্রাম হয়ে শেষে ঢাকায় ফিরবে দ্বাদশ আসর। এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সরাছাড়া বাকিরা নতুন। বাকি দলগুলো হচ্ছে– সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। বাকিরা বিভিণ্ন সময়ে অন্য নাম খেললেও নোয়াখালী এবারই প্রথম।

স্পোর্টস ডেস্ক