মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, দুঃখপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ভারত আগমণে উন্মাদনা তৈরি হয়েছিল দেশটিতে। বিশ্বজয়ী এই ফুটবলারকে দেখতে ২৫ হাজার রুপি পর্যন্ত খরচ করেছে সাধারণ দর্শকরাই। তবুও অনেকেই পাননি মেসির দেখা। বিশৃঙ্খলা তৈরি হয় সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে।
আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সদস্যরা বাধ্য হন বল প্রয়োগ করতে। গ্যালারি থেকে চেয়ার ও বোতল ছুঁড়ে মারেন দর্শকরা। এমন পরিস্থিতিতে দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় মেসিকে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এনডিটিভির।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনুষ্ঠানের অব্যবস্থাপনায় তিনি গভীরভাবে মর্মাহত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিস কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিন বেলা সোয়া ১১টার দিকে স্টেডিয়ামে পৌঁছে প্রায় ২০ মিনিট অবস্থান করেন মেসি। পরিকল্পনা অনুযায়ী পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতির জেরে অনুষ্ঠানের বাকি অংশ বাতিল করা হয়।
এই বিশৃঙ্খলার কারণে বলিউড অভিনেতা শাহরুখ খান, সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
ঘটনার পর প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) জাওয়েদ শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আয়োজকরা টিকিটের অর্থ ফেরতের আশ্বাস দিয়েছে। কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে।

স্পোর্টস ডেস্ক