কলকাতায় মেসি
অবশেষে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। দল হিসেবে আর্জেন্টিনা শেষ মুহূর্তে না আসলেও, এসেছেন মহাতারকা মেসি। আজ শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে কলকাতায় আসেন তিনি। তাকে এক নজর দেখতে বিমানবন্দর থেকে হায়াৎ রিজেন্সির দু’ধারে দেখা যায় উপচেপড়া ভিড়।
মেসির ভারত সফরে তার সঙ্গে আছেন ইন্টার মায়ামির দুই তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল।
এ নিয়ে দ্বিতীয়বার কলকাতায় এলেন লিওনেল মেসি। ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার এসেছেন বিশ্বকাপজয়ী হয়ে। মেসিকে দেখতে না পেয়ে সাধারণ মানুষকে ক্ষুব্ধ হতে দেখা যায়। তৈরি হয় বিশৃঙ্খলা। কলকাতার যুবভারতী স্টেডিয়াম থেকে অনেকটা তড়িঘড়ি করেই বের হন তিনি।
যাওয়ার আগে অবশ্য নিজের ভাস্কর্য উন্মোচন করেন। পরবর্তীতে প্রীতি ম্যাচে অংশ নেবেন তিনি। এর আগে নিজের অনুভূতির কথা জানান তিনি। মেসি বলেন, ‘এখানকার মানুষের ফুটবল উন্মাদনা সম্পর্কে আমি জানি। তারা আমাকে ও আর্জেন্টিনার ফুটবলকে কতটা ভালোবাসে আমি জানি।আমার কাছে খুব ভালো লাগছে আসতে পেরে।’

স্পোর্টস ডেস্ক