মেসিকে ঘিরে কলকাতায় বিশৃঙ্খলা, আয়োজক গ্রেপ্তার
কলকাতায় লিওনেল মেসির বহুল আলোচিত অনুষ্ঠান আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেয়। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টিকিট কেটে হাজির হওয়া হাজারো দর্শক মেসিকে ঠিকমতো দেখতেই পারেননি। ৫ হাজার থেকে ২৫ হাজার রুপি দামের টিকিট কিনেও হতাশ হয়ে ফিরে যেতে হয় অনেককে।
অনুষ্ঠানে নিরাপত্তা কর্মী ও বিশেষ অতিথিদের ঘিরে রাখার কারণে দর্শক আসন থেকে মেসিকে স্পষ্ট দেখা যায়নি—এ অভিযোগে ক্ষুব্ধ দর্শকরা চেয়ার ও বোতল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর পরপরই মেসিকে দ্রুত স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়। খবর এনডিটিভির।
ঘটনার পর প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) জাওয়েদ শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
সংক্ষিপ্ত উপস্থিতি, অনুষ্ঠান বাতিল
মেসি বেলা সোয়া ১১টার দিকে স্টেডিয়ামে পৌঁছে প্রায় ২০ মিনিট অবস্থান করেন। পরিকল্পনা অনুযায়ী পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতির জেরে অনুষ্ঠানের বাকি অংশ বাতিল করা হয়।
এই বিশৃঙ্খলার কারণে বলিউড অভিনেতা শাহরুখ খান, সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ ও তদন্তের নির্দেশ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, অনুষ্ঠানের অব্যবস্থাপনায় তিনি গভীরভাবে মর্মাহত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিস কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশের হস্তক্ষেপ
ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) হালকা বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক দর্শক অভিযোগ করেন, রাজনৈতিক নেতা ও অতিথিরা মেসির সময় দখল করে রাখায় সাধারণ দর্শকরা তাকে দেখার সুযোগ পাননি।
টিকিট ফেরতের আশ্বাস
পুলিশ জানিয়েছে, আয়োজকরা টিকিটের অর্থ ফেরতের আশ্বাস দিয়েছে। কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে।
এই ঘটনার মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

এনটিভি অনলাইন ডেস্ক