বিপিএল খেলার ছাড়পত্র পেলেন ৯ পাকিস্তানি
বিপিএলে বরাবরই পাকিস্তানি ক্রিকেটারদের সরব উপস্থিতি। ফ্র্যাঞ্চাইজিগুলোও পাকিস্তানিদের দলে ভেড়ানোর ক্ষেত্রে প্রাধান্য দেয়। আসন্ন দ্বাদশ বিপিএলও এর ব্যতিক্রম নয়। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ২০২৫-২৬ মৌসুমের বিপিএল। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ৯ জন ক্রিকেটারকে এনওসি (ছাড়পত্র) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবারের টুর্নামেন্টের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল পাকিস্তানের ১৫ জন ক্রিকেটারকে বাছাই করেছে। এই ১৫ জনের মধ্যে ১১জন ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করেছে দলগুলো। বাকি চারজনকে নিলামের মাধ্যমে দলগুলো কিনে নিয়েছে।
ইহসানুল্লাহ ও হায়দারকে এবার বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ‘সি’ ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। একই ক্যাটাগরি থেকে জাহানদাদকে ২০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ১০ হাজার ডলারে ক্যাটাগরি ডি থেকে আখলাককে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
যে ৯ জন ক্রিকেটারকে বিপিএল খেলার জন্য পিসিবি ছাড়পত্র দিয়েছে তারা হলেন— মোহাম্মদ নাওয়াজ, হুসেইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ ও সাহিবজাদা ফারহান।
বিপিএলে সুযোগ পাওয়া পাকিস্তানি ক্রিকেটার
সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, আবরার আহমেদ, উসমান খান, খাজা নাফে, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আকিফ জাভেদ, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, ইহসানুল্লাহ, হায়দার আলি, মোহাম্মদ আখলাক ও জাহানদাদ খান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)