এবার ইংলিশ তারকাকে দলে ভেড়াল রংপুর রাইডার্স
বিপিএলে বর্তমান ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স। ২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে শিরোপাও ঘরে তুলেছিল তারা। কিন্তু এরপর কয়েকবার শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। এবার শিরোপা পূনরুদ্ধারের লড়াইয়ে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিদেশি কোটায় ইতোমধ্যে সরাসরি চুক্তিতে পাঁচজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর। এবার হাজির হলো আরও বড় চমক নিয়ে। দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার ডেভিড মালানকে।
আরও পড়ুন : নোয়াখালী দলের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা পলাশ
আজ শনিবার (৬ ডিসেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ডেভিড মালানের দেওয়া এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
ভিডিও বার্তায় মালান বলেছেন, ‘হ্যালো রাইডার্স পরিবার, আসন্ন বিপিএল মৌসুমে রংপুর রাইডার্সে যোগ দিতে পেরে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। এই দলের হয়ে এটি আমার প্রথম খেলা এবং আমি রাইডার্স সমর্থকদের আবেগ ও উদ্বীপনার দারুণ কথা শুনেছি। দলের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে আমার সর্বোচ্চটা দেওয়ার অপেক্ষায় আছি।’
আরও পড়ুন : এবার আফগান অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
এর আগে বিপিএলের নিলামে দেশি ক্রিকেটারদের পেছনে মোটা অংকের অর্থ ব্যয় করলেও বিদেশি কোটায় অনীহা ছিল রংপুরের। সর্বনিম্ন ‘ই’ ক্যাটাগরি থেকে ২০ হাজার ডলারে কিনেছিল দুইজন ক্রিকেটারকে। তবে কেন অনীহা ছিল সেটি ধীরে ধীরে জানান দিচ্ছে রংপুর।
নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুই পাকিস্তানি ক্রিকেটার খাওজা নাফে ও সফিয়ান মুকিমকে দলে ভিড়িয়েছিল রংপুর। এরপর নিলামের পরে দলে ভেড়ায় পাকিস্তানি ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ ও ওয়েষ্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্সকে।
রংপুর রাইডার্সের স্কোয়াড
সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান), ফাহিম আশরাফ (পাকিস্তান), ইখতেখার আহমেদ (পাকিস্তান) ও কেইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড)।
আরও পড়ুন : বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে দুঃসংবাদ
নিলাম থেকে দেশি : লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান জুনিয়র, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদী হাসান সোহাগ, আব্দুল হালিম।
নিলাম থেকে বিদেশি : ইমিলিও গে (ইতালি), মোহাম্মদ আখলাক।

স্পোর্টস ডেস্ক