ফুটবল বিশ্বকাপ ড্র
সহজ প্রতিপক্ষ পেল ব্রাজিল-আর্জেন্টিনা
ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীদের ফুটবল উন্মাদনার উপলক্ষ। আগামী বছরের জুনে শুরু হবে সেই বিশ্ব ফুটবলের মহারণ। এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের জন কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের ড্র।
পট-১ থেকে ‘সি’ গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গেছে ‘জে’ গ্রুপে। যদিও তাদের নাম উঠেছিল ‘আই’ গ্রুপে কিন্তু নিয়ম অনুযায়ী, ফ্রান্স থাকবে ‘আই’ গ্রুপে। তাই আর্জেন্টিনাকে যেতে হয় পরের গ্রুপে।
এখন প্রশ্ন হলো- কেমন হলো ফুটবলের দুই পরাশক্তির গ্রুপ? স্বাভাবিকভাবে দেখলে গ্রুপ পর্বে খুব একটা কঠিন পরীক্ষা দিতে হবে না ব্রাজিল ও আর্জেন্টিনাকে। যদিও তাদের গ্রুপে শক্ত প্রতিপক্ষও আছে।
‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী মরোক্কো, স্কটল্যান্ড আর হাইতি। এর মধ্যে হাইতির বিশ্বকাপের ইতিহাস সমৃদ্ধ নয়। এর আগে কখনোই গ্রুপ পর্ব পেরুতে পারেনি তারা।
আরেক প্রতিপক্ষ স্কটল্যান্ডের ইতিহাসও উজ্জ্বল নয়। সর্বশেষ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি তারা। এর আগে ৯ বার অংশ নিয়েও কখনো রাউন্ড অব ১৬ উত্তীর্ণ হতে পারেনি।
তবে ব্রাজিলকে কঠিন পরীক্ষা দিতে হবে গ্রুপের অন্যতম শক্তিশালী দেশ মরোক্কোর বিপক্ষে। উন্নতির কারণে বেশ শক্তিশালী প্রতিপক্ষ এখন মরোক্কো। গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল তারা। সেখানে হেরেছিল ফ্রান্সের কাছে। সম্প্রতি তাদের জুনিয়র দল বিশ্বকাপও জিতেছে।
অন্যদিকে, ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডান। তিন দলেরই বিশ্বকাপ ইতিহাস ততটা সমৃদ্ধ নয়। এখন পর্যন্ত চারবার বিশ্বকাপে অংশ নিয়েছে আলজেরিয়া। এর মধ্যে তিনবারই তাদের বিদায় হয়েছে গ্রুপ পর্ব থেকেই। তাদের সর্বশেষ খেলা ২০১৪ বিশ্বকাপে প্রথমবার রাউন্ড অফ ১৬ খেলেছিল তারা।
গ্রুপের অন্যদল অস্ট্রিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ৩৫ বছর পরে। সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল তারা ১৯৯০ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। অন্যদিকে, গ্রুপের চতুর্থ দল জর্ডান এবারই প্রথম বিশ্বকাপে কোয়ালিফাই করেছে।
এর আগে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয় ড্র অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাকে সহযোগিতা করেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন।
বিশ্বকাপের ড্র শুরু হয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সূচনা বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রধানমন্ত্রী এবং অংশগ্রহণকারী দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি উপস্থিত ছিলেন সস্ত্রীক। উপস্থিত ছিলেন দেশটির সাবেক কিংবদন্তি রোবের্তো কার্লোস, মিডফিল্ড জেনারেল রিকার্দো কাকা ও রোনালদো।

স্পোর্টস ডেস্ক