তিউনিসিয়ার বিপক্ষে পেনাল্টি মিসে জয় হারাল ব্রাজিল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছন্দহীন পারফরম্যান্সের পরিচয় দিয়ে বছরের শেষ ম্যাচে জিততে ব্যর্থ হলো ব্রাজিল। ফ্রান্সের লিলে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলোত্তির দল। ম্যাচে দুটি পেনাল্টি পায় ব্রাজিল।সেখান থেকে একটি থেকে গোল আদায় করে নিলেও, আরেকটি কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় জয় হাতছাড়া করে সেলেসাও’রা।
ম্যাচজুড়ে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ছিল অগোছালো ভাব। ভুল পাস আর লক্ষ্যহীন শটে ছন্দহীন ব্রাজিল প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারছিল না। সেই সুযোগে ২৩তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে তিউনিসিয়াকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি।
গোল হজমের পর জ্বলে ওঠার চেষ্টা করে ব্রাজিল। ৩৮তম মিনিটে রদ্রিগোর একটি দারুণ ফ্রি কিক প্রতিহত করেন তিউনিসিয়ার গোলরক্ষক। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি-বক্সে হাতে বল লাগায় ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় ব্রাজিল। ৪৪তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান এস্তেভাও। জাতীয় দলের হয়ে এটি তার ষষ্ঠ ম্যাচে পঞ্চম গোল।
বিরতির পর দাপট বাড়ালেও গোলের সামনে ছিল ব্রাজিলের হতাশা। প্রচুর শট নিয়েও বেশিরভাগই প্রতিপক্ষ রক্ষণে আটকে যায়। এর মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাও, যা রিয়াল মাদ্রিদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ।
এরপর আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। ৭৬তম মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু লুকাস পাকেতা বল উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করলে আর এগিয়ে যেতে পারেনি দলটি। যোগ করা সময়ে এস্তেভাওয়ের শট পোস্টে লেগে ফিরে আসায় হাতছাড়া হয় শেষ সুযোগটিও।

স্পোর্টস ডেস্ক