হন্ডুরাসকে গোল বন্যায় ভাসাল ব্রাজিল
কাতারে বসেছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। বয়সভিত্তিক এই বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নেমেছিল আফ্রিকান দেশ হন্ডুরাসের বিপক্ষে। পঞ্চম শিরোপার মিশনে নেমে প্রথম ম্যাচেই হন্ডুরাসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।
গতকাল মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন ডেল। একবার করে জাল খুঁজে নিয়েছেন রুয়ান পাবলো, ফেলিপে মোরাইস, ভিটর হুগো, অ্যাঞ্জেলো ও গ্যাব্রিয়েল মেক।
আফ্রিকান দেশটির বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের নবম মিনিটেই সেলেসাওদের লিড এনে দেন রুয়ান। এর ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ডেল। আর্থুর রায়ানের শট ফিরে আসার পর তিনি ফের জালে জড়িয়ে দেন।
ম্যাচের ১৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মোরাইস। তার রেকট গতির শট হন্ডুরাসের গোলরেক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ ভলিতে জালে জড়ানোর চেষ্টা করেন তিয়াগুইনহো। তবে হতাশ হতে হয়েছে তাকে। বিরতিতে যাওয়ার আগেই অবশ্য নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন ডেল।
বিরতিতে থেকে ফিরেও সমানতালে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ম্যাচের ৫৮ মিনিটে বক্সের মধ্যে আসা বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি হন্ডুরাসের গোলরক্ষক। হেড দিয়ে দ্বিতীয়বার আক্রমণে বল জালে জড়িয়ে দেন ভিটর হুগো।
ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান ৬-০ করেন অ্যাঞ্জেলো। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হন্ডুরাসের কফিনে শেষ পেরেকটি মারেন মেক। এতে ৭-০ গোলের বড় জয়ে আসর শুরু করল ব্রাজিল।
এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ব্রাজিল অ-১৭ দল। সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জাম্বিয়া। আগামী শুক্রবার নিজেদের পরবর্তী ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক