জাদুকর হামজা, নারীদের ইতিহাস ও বুড়ো মেসি-রোনালদোর ভেলকি
হারিয়ে গেল আরেকটি বছর। নতুনকে জায়গা করে দিতে ২০২৫ নাম লেখাবে অতীতের খাতায়। হারিয়ে গেলেও অবশ্য হারানো হয় না। নানা ঘটনা, রটনা, কাণ্ডকীর্তিতে ঠিকই ফিরে ফিরে আসবে ২০২৫। ঘটনাবহুল বছরে ক্রীড়াঙ্গনেও ঘটেছে অনেক কিছু। তবে, বরাবরের মতোই ফুটবলে ঝাঁঝটা ছিল বেশি। বেলা শেষের প্রহর গুণছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু, আপন আলোয় আরও একবার দ্যুতি ছড়িয়েছেন দুই মহাতারকা। দেশের ফুটবলও উপহার দিয়েছে দারুণ কিছু সময়। হতাশার মেঘ কেটে উঁকি দিয়েছে সূর্যের আভা। সবমিলিয়ে বিশ্ব ফুটবলে বিদায়ী বছর কেমন কাটল, সেটি তুলে ধরা হলো এনটিভি অনলাইনের পাঠকের সামনে।
হামজা অধ্যায়ে প্রবেশ
বাংলাদেশের ফুটবলে দুটো অধ্যায়। হামজা চৌধুরী আসার আগে ও পরে। সব যদি কিন্তু ছাপিয়ে ২০২৪ এর শেষে হামজা অনুমতি পান বাংলাদেশের জার্সিতে খেলার। এরপর শুরু হয় কাউন্টডাউন। ২০২৫ এর ১৭ মার্চ বাংলাদেশে আসেন হামজা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত হন হামজা। এশিয়ান কাপ বাছাইয়ে গোটা বছর আলো ছড়িয়েছেন তিনি। তার আলোর দ্যুতিতে জ্বলজ্বল করেছে দেশের ফুটবল।
বদলে যাওয়া বাংলাদেশ
হামজাকে অনুসরণ করে একে একে দেশে আসতে শুরু করেন প্রবাসীরা। শমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, কিউবা মিচেলরা আশার পালে জোর হাওয়া দিয়েছেন। শেষ হতে যাওয়া বছরে বাংলাদেশ ফুটবলে হাতিঘোড়া করে ফেলেনি। এমনকি বাদ পড়েছে এশিয়ান কাপের বাছাইপর্ব থেকেই। কিন্তু যে বদলের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ফুটবল, সেটি এক বছর আগেও ছিল কল্পনাতীত। বাংলাদেশের ম্যাচ হলে এখন টিকিট শেষ হয় মুহূর্তেই, গ্যালারিতে থাকে না তিল ধারণের জায়গা, প্রতিপক্ষের চোখে চোখ রাঙিয়ে ৯০ মিনিট লড়াই করে—ফুটবলে এমন দিনই চেয়েছে সবাই।
নারী দলের ইতিহাস
ফুটবলে দারুণ একটি বছর কাটিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা। পুরুষ-নারী উভয় দল মিলিয়ে ইতিহাস গড়েছে মেয়েরা। বড়দের দেখানো পথে হেঁটে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে।
মায়ামিতে মেসির ম্যাজিক
ইন্টার মায়ামিতে ২০২৫ সালেও চলেছে ম্যাজিক। মেসি যাওয়ার আগে যে মায়ামি শিরোপাই জেতেনি, তার ছোঁয়ায় এখন ক্লাবটি নিয়মিত ট্রফি উঁচিয়ে ধরে। ডিসেম্বরে জিতেছে এমএলএস কাপের শিরোপা, যা ক্লাবটির ইতিহাসে প্রথমবার। মায়ামিকে লিগ জেতানোর পর মেসির ক্যারিয়ারে ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭-এ। নিঃসন্দেহে সবার ওপরে তিনি। ক্লাবকে লিগ শিরোপা জেতানোর মৌসুমে ৩৮ বছর বয়সী মেসিও ছিলে সপ্রভিত। মৌসুমে করেছেন ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, প্লে-অফে মোট ১৫ গোলে অবদান রেখেছেন, এমএলএসের ইতিহাসেই যা সর্বোচ্চ।
বুড়ো রোনালদোর ভেলকি
পর্তুগালের জার্সিতে আরেকটি শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, দ্বিতীয়বারের মতো জিতেছেন উয়েফা নেশন্স লিগ। এছাড়া, বিশ্বকাপের মূলপর্বে পর্তুগাল সুযোগ পাওয়ায় আরও একটি রেকর্ডে নাম লেখান সিআরসেভেন। সব ঠিক থাকলে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি অর্জন করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। বয়স ৪০, কিন্তু দেখে বোঝার উপায় নেই। রোনালদো যেন দিনদিন তরুণ হচ্ছেন, বাড়ছে গোলের ক্ষুধা। রোনালদো আর রেকর্ড যেন হাত ধরাধরি করে চলে। ২০২৫-এ এসেও ব্যতিক্রম ঘটেনি। গত আগস্টে আল-নাসেরের জার্সিতে করেছেন শততম গোল। এতে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবের হয়ে একশ বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন রোনালদো।গত বছর ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার এই বছর পার করেছেন ৯৫০ গোল। ছুটছেন হাজারের পথে।
দেম্বেলে ও বনমাতির দুইয়ে দুই
ফ্রান্স ও পিএসজির তারকা ফুটবলার উসমান দেম্বেলে কাটিয়েছেন স্বপ্নীল এক বছর। পিএসজির হয়ে ট্রেবল জিতেছেন। স্বাদ নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। ফরাসি এই উইঙ্গার অবদান রেখেছেন সামনে থেকে। ফুটবলও তাকে দিয়েছে দু’হাত ভরে। ২০২৫ সালে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট—দুটি অ্যাওয়ার্ডই পেয়েছেন দেম্বেলে। তিনিই এখন বিশ্বের সেরা পুরুষ ফুটবলার। দেম্বেলের মতোই নারী ফুটবলে সেরাদের সেরা স্পেন ও বার্সেলোনা তারকা আইতানা বনমাতি। এবারের ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট—দুটি অ্যাওয়ার্ডই পেয়েছেন তিনি। বনমাতি অবশ্য অ্যাওয়ার্ড দুটি জেতার হ্যাটট্রিক করেছেন।
নতুন বিশ্বকাপের ড্র
ফুটবলের পরিধি বাড়াতে ২০২৬ সালে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যার ড্র অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
অপূর্ণতা ঘোচানোর বছর
অপূর্ণতা ঘোচানোর বছর ২০২৫। পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, টটেনহাম হটস্পার, বোলোনিয়া, অ্যাথলেটিকো প্লাতেনস, গো এহেড ঈগলস—তালিকাটা বিশাল। ফরাসি ক্লাব পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ৭০ বছরের শিরোপাখরা কাটিয়ে ইংলিশ ক্লাব নিউক্যাসেল জিতেছে কারাবাও কাপ। ৫১ বছর পর কোনো শিরোপা জেতে ইতালির ক্লাব বোলোনিয়া, উঁচিয়ে ধরে কোপা ইতালিয়ার ট্রফি। নিজেদের ১২০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবার মেজর জিতেছে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস, জিতেছে এফএ কাপ। আর্জেন্টাইন ক্লাব অ্যাথেলেটিকো প্লাতেনসও ১২০ বছরের ইতিহাসে এবারই প্রথম মেজর শিরোপার স্বাদ পেয়েছে, জিতেছে লিগ টাইটেল। গো এহেড ঈগলস নিয়েছে ডাচ লিগ জয়ের স্বাদ, এটিই ক্লাবের ইতিহাসে প্রথম। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার উঁচিয়ে ধরে ইউরোপা লিগের শিরোপা, যা এই টুর্নামেন্টের নাম ইউরোপা লিগ হওয়ার পর প্রথম। এছাড়া, খেলোয়াড় হিসেবে হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের হয়ে এবং সন হিউ মিন টটেনহামের হয়ে নিজেদের ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান ২০২৫ সালে।

জহিরুল কাইউম ফিরোজ