বাফুফেকে কত টাকা এনে দিলেন হামজারা?
চলতি বছর দেশের ফুটবল দেখেছে চূড়ান্ত উন্মাদনা। দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান কাপের তিনটি ম্যাচেই গ্যালারি ছির কানায় কানায় পূর্ণ। যে ফুটবলে ছিল হাহাকার, ছিল না কোনো স্পন্সর, সেখানে তিন ম্যাচে স্পন্সরের কমতি ছিল না। বরং, অনেককে ফিরতে হয়েছে খালি হাতে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অবশ্য হাত ভরেছে। ম্যাচ তিনটি থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। বুধবার (৩ ডিসেম্বর) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আয়ের এই হিসাব দেন।
আমিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লক্ষ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লক্ষ ৭ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচে ১ কোটি ৮৮ লক্ষ টাকা। এরপরেও আরো কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে জানাব।’
গত ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। চলতি বছর ঘরের মাঠে বাংলাদেশ দলের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ দেখতে সিঙ্গাপুরের বিপক্ষে গ্যালারিতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৩১৭ জন দর্শক। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচে দর্শক হয়েছিল প্রায় ২২ হাজার এবং ১৮ নভেম্বর ভারত ম্যাচে প্রায় ২৪ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছেন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
তবে, বাফুফের এই আয় শুধু টিকিট বিক্রি থেকে নয়। স্পন্সর আর সম্প্রচারস্বত্ব থেকে আসা আয়ও এর অন্তর্ভুক্ত।

স্পোর্টস ডেস্ক