বাফুফে সহসভাপতি মহুলের বাড়িতে হামলা, ভাঙচুর
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঝিনাইদহ শহরের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, ১০-১২ জনের একটি দল নাসের শাহরিয়ার জাহেদী মহুলের জেলা শহরের বাড়িতে মাগরিব নামাজের পর হামলা চালায়। দু-একটি চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে। এ সময় বড় ধরনের অঘটন ঘটেনি। কিন্তু কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাগরিবের নামাজের সময় ১০-১২ জন বাড়ির প্রথম গেট দিয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। সেখানে কয়েকটি চেয়ারসহ তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। কিন্তু দ্বিতীয় গেট ভাঙতে পারেনি তারা। ঘটনার পর পরই পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে বিকেলে ছাত্র-জনতা শহরে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ পরবর্তী সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিচার দাবি করে তারা।

মিজানুর রহমান, ঝিনাইদহ