খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক
দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) না ফেরার দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ৬টায় তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
বাফুফে লিখেছে, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর বিদায়ে বাফুফে শোকাহত। দেশের রাজনীতিতে তিনি ছিলেন বিশাল সাহসী। তাঁর জীবন কেটেছে অনবদ্য নেতৃত্ব, সহনশীলতা ও মানুষের প্রতি তার দায়িত্ব নিয়ে।’
খালেদা জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে আরও বলা হয়, ‘আমরা তাঁর শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। তাঁর বিদায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’
খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন টুর্নামেন্টের আজকের ম্যাচগুলো স্থগিত করেছে বাফুফে। ফেডারেশন কাপে আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। নোয়াখালীতে আজ অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্থগিতের পাশাপাশি নারী ফুটবল লিগে আজকের তিনটি খেলাই স্থগিত করা হয়েছে।
আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। আজ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক