আবারও আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি
ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে আরও একবার অনড় অবস্থানের কথা জানাল বাংলাদেশ। আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরও নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে বিসিবি গতকাল আবারও আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।’ অর্থাৎ, আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ।
নতুন চিঠিতে বিসিবি অনুরোধ করেছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির ‘স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটি’র কাছে পাঠানো হয়। সাধারণত আইসিসির কোনো সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হলে এই স্বাধীন কমিটি তার সমাধান করে থাকে। বিসিবি আশা করছে, এই কমিটির মাধ্যমে তারা ন্যায়বিচার পাবে।
বৈঠকে ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের কাছে সরকারের এই কঠোর সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। জানা গেছে, ক্রিকেটাররা সরকারের এই সিদ্ধান্তে কোনো দ্বিমত পোষণ করেননি। তাঁরা জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে তাঁদের কাজ মাঠে খেলা, তবে অভিভাবক হিসেবে সরকার ও বিসিবি যে সিদ্ধান্ত নেবে, তাঁরা তা মেনে নেবেন।
এর আগে গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই পরিস্থিতির অবনতি ঘটে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি ও বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টার মতে, ভারতের সেই পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। তবে বাংলাদেশের ম্যাচগুলো অবশ্যই শ্রীলঙ্কায় খেলতে চান তাঁরা। এই দাবি আদায়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতে। এখন আইসিসি বিসিবির নতুন চিঠির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে থাকা না থাকা।

স্পোর্টস ডেস্ক