টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর
বিপিএলে শুরুটা দারুণ করেছে চট্টগ্রাম রয়্যালস। বিতর্ক মাথায় নিয়েও নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়েছে ৬৫ রানের ব্যবধানে। অন্যদিকে, বাকি পাঁচ দল মাঠে নামলেও রংপুর রাইডার্সের বিপিএল মিশন শুরু হচ্ছে আজ সোমবার (২৯ ডিসেম্বর)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুর মোকাবিলা করবে চট্টগ্রামের। টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর।
এবারের বিপিএলে সবচেয়ে পুরোনো ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বিপিএলে একবার শিরোপাও উঁচিয়ে ধরেছে তারা।পুরোনো ফ্র্যাঞ্চাইজি হওয়ায় দল গোছানোয় অন্যদের চেয়ে বেশি সময় পেয়েছে রংপুর। সেটিকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। নিলামের টেবিলে বসার আগেই একগাদা বিদেশি ক্রিকেটারকে নিশ্চিত করে অর্ধেকেরও বেশি দল গুছিয়ে রেখেছিল। নিলামের টেবিল থেকে বাকি কাজটা করেন রাইডার্স ম্যানেজমেন্ট।
নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনে আলোড়ন সৃষ্টি করে চট্টগ্রাম। শেষ দিকে শুরু হয় নানা বিতর্ক। ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নানা অভিযোগের পর চট্টগ্রামের দায়িত্ব নেয় বিসিবি। অনিশ্চয়তা দূর করে মাঠে নামে তারা। আজ তাদের সামনে জয় ধরে রাখার মিশন। জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পোক্ত হবে বন্দর নগরীর দলটির।

স্পোর্টস ডেস্ক