বিপিএলের কীর্তিতে বিশ্বরেকর্ড ছুঁলেন চট্টগ্রামের কিপার
বিপিএলের অভিষেক ম্যাচে মাত্র ১ রানে আউট হওয়া আর কিপিংয়ে কোনো সাফল্য না পাওয়া অ্যাডাম রসিংটন যেন দ্বিতীয় ম্যাচেই সব আক্ষেপ মিটিয়ে দিলেন। গ্লাভস হাতে চট্টগ্রাম রয়্যালসের এই ইংলিশ উইকেটরক্ষক যা করলেন, তা বিপিএল ছাড়িয়ে নাম লিখিয়েছে বিশ্বরেকর্ডে।
আজ শুক্রবার (২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে উইকেটের পেছনে দাঁড়িয়ে চার-চারটি স্টাম্পিং করেন রসিংটন। বিপিএলের ইতিহাসে এর আগে কোনো উইকেটরক্ষক এক ম্যাচে চারটি স্টাম্পিং করতে পারেননি।
ক্রিকেট বিশ্বেই এই রেকর্ড আছে কেবল ছয়জনের। যেখানে নাম আছে বাংলাদেশের উইকেটরক্ষক ধিমান ঘোষের নাম। জাতীয় ক্রিকেট লিগে এই কীর্তি গড়েছিলেন তিনি।
রসিংটনের সাফল্যের শুরুটা হয় পাকিস্তানি ব্যাটার উসমান খানকে দিয়ে। তানভীর ইসলামের স্পিনে চোখের পলকে উসমানকে স্টাম্পড করেন তিনি। এরপর একে একে তার শিকার হন আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা শামীম হোসেন, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম।
বোলার শেখ মেহেদী হাসান ও তানভীরের ঘূর্ণিতে রসিংটন যেন উইকেটের পেছনে এক দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে তো মনে হচ্ছিল তিনি হয়ত পাঁচটি স্টাম্পিং করে এককভাবে বিশ্বসেরা হবেন, তবে সেই সুযোগ আর আসেনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে চারটি স্টাম্পিংয়ের প্রথম রেকর্ডটি হয়েছিল ২০০৪ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। এরপর দিনেশ কার্তিক, কামরান আকমাল, ধিমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে এই মাইলফলক স্পর্শ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য এই কীর্তি আছে কেবল কামরান আকমাল ও দিনেশ রামদিনের।
বিপিএলের আগের রেকর্ডগুলো ঘাটলে দেখা যায়, এক ম্যাচে সর্বোচ্চ তিনটি স্টাম্পিংয়ের রেকর্ড ছিল মোহাম্মদ শাহজাদ ও উমার আকমলের। ২০১৬ সালের সেই রেকর্ড ভেঙে রসিংটন এখন বিপিএলের নতুন ‘স্টাম্পিং রাজা’।
এরপর ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন রসিংটন। ঝড়ো ব্যাটিংয়ে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৯ চার আর ২ ছক্কায় খেলেছেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস। তার ব্যাটিংয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

স্পোর্টস ডেস্ক