কারা জায়গা পাবেন ব্রাজিলের বিশ্বকাপ দলে, জানালেন আনচেলত্তি
ফুটবলে শ্রেষ্ঠত্বের মঞ্চ বিশ্বকাপ। চার বছর অপেক্ষার পর আসে মহাযজ্ঞ। দলগুলো নিজেদের তৈরি করে শতভাগ উজাড় করে। সবাই চান, সেরা স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যেতে। ব্যতিক্রম নয় ব্রাজিলও। ফিটনেসে জোর দিচ্ছেন দেশটির কোচ কার্লো আনচেলত্তি।
শতভাগ ফিট ও ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড়রাই আগামী বছর বিশ্বকাপ দলে জায়গা পাবে বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। এর মাধ্যমে ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত খেলোয়াড়দের প্রতি আনচেলত্তির কঠোর নীতির আরো একবার বহিপ্রকাশ ঘটল।
মূলত এই মূহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেই আনচেলত্তি এই মন্তব্য করেছেন। আগামী বছর বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে হলে আনচেলত্তির বিবেচনায় ফিটনেসের কোন বিকল্প নেই। যা ভিনির মত খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।
এর আগে অক্টোবরে জাতীয় দলের আরেক তারকা নেইমারকে উদ্দেশ্য করেও আনচেলত্তি এই একই সতর্ক বার্তা দিয়েছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন ফিটনেস ফিরে পেলেই তারকা এই ফরোয়ার্ড জাতীয় দলেও ফিরবেন।
ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, তার এই স্ট্যান্ডার্ড ব্রাজিল দলের সকল খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। যারা এই মুহূর্তে ফিটনেসের অভাবে ভুগছে তাদেরকে দলে ফিরতে হলে দ্রুতই নিজেদের প্রমাণ করতে হবে।
এ ব্যাপারে আনচেলত্তি বলেন, ‘এই দলে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। তবে যারা শতভাগ ফিট আমরা তাদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বেছে নেব। এটা শুধুমাত্র নেইমারের ক্ষেত্রে নয়, এটা হতে পারে ভিনিসিয়াসও। যদি ভিনিসিয়াস ৯০ শতাংশ ফিট থাকে তবে আমি যে খেলোয়াড় শতভাগ ফিট তাকেই দলে ডেকে নেব। কারণ, এটা এমন একটি দল হতে যাচ্ছে যাদের সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, বিশেষ করে আক্রমণভাগে। আর এই বিভাগে আমার দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে।’

স্পোর্টস ডেস্ক