মুস্তাফিজ আইপিএল খেললে মাঠে ভাঙচুরের হুমকি
রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক বেশ বৈরি। গত বছরের ৫ আগস্টের পর থেকে সম্পর্কে নেই উন্নতি। এর মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক। আসন্ন আইপিএল ২০২৬ এ মুস্তাফিজুর রহমান খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে, মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা।
ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্ট তাদের প্রতিবেদনে উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথের বক্তব্য তুলে ধরে জানায়, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর করবে।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার জেরে এমন হুমকি দিয়েছে তারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।
আইপিএলে যদি একজন বাংলাদেশি দল পান, সেটি মুস্তাফিজুর রহমান- এমন বিশ্বাস আছে ভক্তদের। মুস্তাফিজকে খালি হাতে ফেরায়নি আইপিএল। বাঁহাতি এই তারকা পেসারকে এবার দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি লেগেছে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি।
আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

স্পোর্টস ডেস্ক