শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের জন্য স্মরণীয় একটি দিন আজ। দেশের ক্রিকেটে নতুন এক মাইলফলক দিন, মুশফিকুর রহিম খেলছেন তার শততম টেস্ট। এ বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মাঠে আয়োজন করা হয় ছোট্ট অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিল তার পরিবার। তাদের সামনে সাবেক অধিনায়কদের হাত থেকেই মুশফিক পেলেন বিশেষ সম্মাননা ও উপহার।
আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুশফিককে সম্মাননা জানানোর অনুষ্ঠান সঞ্চালনা করেন আতহার আলী খান। সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি। মাঠে ছিলেন ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফরাও।
২০০৫ সালে অভিষেক টেস্টে যিনি প্রথমবার মুশফিককে জাতীয় দলের ক্যাপ পরিয়ে দিয়েছিলেন, সেই হাবিবুল বাশার এবারও মুশফিককে দিলেন শততম টেস্টের জন্য বিশেষ ক্যাপ। সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন স্মারক উপহার।
বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদীন মুশফিকের হাতে তুলে দেন ক্রেস্ট।
মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা বিশেষ জার্সি উপহার দেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিষেক টেস্টের অধিনায়ক বাশার।
গ্যালারিতেও ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক দর্শক মুশফিককে সম্মান জানাতে একই ডিজাইনের জার্সি পরে এসেছিলেন।
শততম টেস্টে মাঠে নামার আগে মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।’
মুশফিককে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠে ও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সবসময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।’

স্পোর্টস ডেস্ক