বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে সময়সীমা বেঁধে দিলেন আনচেলত্তি
আগামী বছর ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পথে আছে ব্রাজিল। আর এই সময়ে দলের সবচেয়ে আলোচিত নাম নেইমার জুনিয়র। ব্রাজিল সমর্থকরাও তাদের প্রিয় তারকার দলের ফেরার অপেক্ষার প্রহর গুণছেন। সাম্প্রতিক স্কোয়াডে জায়গা না পেলেও তাকে এখনই হিসাবের বাইরে রাখছেন না বলেই জানালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাতে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে সংবাদ সম্মেলনে নেইমারের প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপে যেতে পারে এমন খেলোয়াড়দের তালিকায় নেইমার আছে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে তার হাতে ছয় মাস সময় আছে।’
গত এক বছরে ইনজুরি ও খেলায় ধারাবাহিকতার অভাব নেইমারের ক্যারিয়ারে বড় প্রশ্ন তুলে দিয়েছে। প্রতিভা নিয়ে কারও কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি শারীরিকভাবে কতটা প্রস্তুত সেটাই এখন মূল বিবেচ্য।
আরও পড়ুন: ইউরোপে ফিরছেন নেইমার, আলোচনায় যে ক্লাব
এই বিষয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার সুস্থ হয়েছে, কিন্তু মাঠে ভালো পারফরম্যান্স দেখিয়ে তাকে প্রমাণ করতে হবে। ব্রাজিলিয়ান লিগ শেষ হলে সে কিছুদিন ছুটি পাবে। এরপর তাকে আবার প্রমাণ হবে যে সে শারীরিকভাবে প্রস্তুত। নিজের যোগ্যতা, মান ও ফিটনেসের প্রমাণ দিতে হবে তাকে ’
চূড়ান্ত স্কোয়ড ঘোষণা করা নিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে আমাদের হাতে এখনো ছয় মাস সময় আছে। এই সময়ে নেইমারসহ সব খেলোয়াড়কে আমরা কাছ থেকে পর্যবেক্ষণ করব—দলে পরিবর্তনের প্রয়োজন আছে কি না, সেটাও দেখা হবে। আমাদের লক্ষ্য একটাই, বিশ্বকাপের সময় যেন দলটি সেরা অবস্থায় থাকে। আমরা সঠিক পথে এগোচ্ছি। মার্চ পর্যন্ত আমরা খেলোয়াড় পরিবর্তনের সুযোগ পাব। আমি বিশ্বাস করি, যারা শেষ পর্যন্ত দলে জায়গা পাবে, তারা সবাই টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’
ব্রাজিল দলও সম্প্রতি দারুণ ছন্দে আছে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের নিয়ে গড়া দলটি আনচেলত্তির অধীনে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেই এগিয়ে যাচ্ছে। এমনকি সেরা একাদশের বাইরে থাকা বেঞ্চের খেলোয়াড়রাও যথেষ্ট সামর্থ্যবান এবং ফর্মেও আছেন। তাই নেইমারকেও তার সামর্থ্য প্রমাণ করেই দলে আসতে হবে বলে জানিয়েছেন আনচেলত্তি।
আরও পড়ুন : নেইমারকে দলে ফিরতে যে টোটকা দিলেন আনচেলত্তি
আনচেলত্তির কথায় উঠে এসেছে ব্রাজিল এবার নাম নয়, পারফরম্যান্স দেখে দল গড়বে। নতুনদের নিয়ে আরও শক্তিশালী দল গড়ার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে তিনি একজন প্রকৃত নাম্বার–নাইন খুঁজছেন, যে পুরো দলের আক্রমণভাগের কাঠামোই বদলে দিতে পারে। অনেকদিন থেকেই যেটির অভাবে ভুগছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক