স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে জার্মানি
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে হেরে কিছুটা চাপে ছিল জার্মান দল। কিন্তু শেষ ম্যাচে লাইপজিগের রেড বুল অ্যারেনায় গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে সেই চাপের কোনো প্রভাবই দেখা গেল না। বরং প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি। এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে স্লোভাকিয়াকে ৬-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জার্মানি।
ম্যাচের ১৮তম মিনিটে জশুয়া কিমিখের নিখুঁত ক্রসে লাফিয়ে হেডে গোল করে দলকে এগিয়ে নেন নিক ভল্টামাডা। গত কয়েক ম্যাচ ধরে দুর্দান্ত ফর্মে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের এই ফরোয়ার্ডের জাতীয় দলের জার্সিতে টানা চতুর্থ গোল এটি।
গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল স্লোভাকিয়া, কিন্তু জার্মান রক্ষণ আর গোলরক্ষক অলিভার বাউমানের দৃঢ়তায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর ম্যাচের ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জ গিনাব্রি। লেয়ন গোরেটস্কার থ্রু পাস ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।
বিরতির আগে পাঁচ মিনিটের ব্যবধানে লেরয় সানে জোড়া গোল করে স্লোভাকিয়ার ঘুরে দাঁড়ানোর পথ একদমই বন্ধ করে দেন। দুটি গোলই করেছেন ফ্লোরিয়ান উইর্টজের সহায়তায়। এতেই প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধেও হাল ছাড়েনি জার্মানি। বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রেখে ৬৭তম মিনিটে জোরালো শটে গোল করেন বদলি হিসেবে নামা রিডল বাকু। এরপর ৭৭তম মিনিটে মাঠে নেমে মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডের মধ্যেই গোল করেন তরুণ আসান ওয়েদরেগো। সানের পাস ধরে কোনাকুনি শটে বল পাঠান জালে তিনি।
স্লোভাকিয়ার কাছে হার দিয়ে বিশ্বকাপ বাছাইযাত্রা শুরু করলেও পরে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। এর পরের চার ম্যাচে ১০ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র একটি। শেষ রাউন্ডের দুর্দান্ত জয় নিয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে তারা নিশ্চিত করেছে গ্রুপের শীর্ষস্থান। আর ১২ পয়েন্ট পাওয়া স্লোভাকিয়াকে যেতে হচ্ছে প্লে-অফে।

স্পোর্টস ডেস্ক