জাকারিয়া পিন্টুকে জয় উৎসর্গ করলেন শমিত
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর ভারতকে হারালো বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়ের পর আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার কানাডা প্রবাসী শমিত সোম।
ভারতকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, এই জয় উৎসর্গ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও কিংবদন্তি জাকারিয়া পিন্টুকে। গত বছরের ঠিক একই দিনে (১৮ নভেম্বর) মারা যান এই মুক্তিযোদ্ধা ক্রীড়ানায়ক।
বাংলাদেশের দলে যোগ দেওয়ার পর প্রথম আন্তর্জাতিক জয় পেলেন শমিত। আর সেই বিশেষ মুহূর্তেই স্মরণ করলেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্বকে। পোস্টে তিনি সমর্থকদেরও এই জয়ের অংশীদার করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের বিরুদ্ধে ১-০ গোলের জয়, সেটিও আমাদের নিজেদের ঘরের মাঠে। আজকের রাতটা ছিল সত্যিই বিশেষ—এটাই আমাদের খেলার মূল প্রেরণা, আমাদের লড়াইয়ের কারণ। বাংলাদেশকে জেতানো। আমাদের মানুষকে গর্বিত করা। ২২ ঘণ্টার ভ্রমণ, প্রতিটি মাইল, প্রতিটি ক্লান্তির মুহূর্ত, সব কিছু ভুলে যাওয়া যায়, মাঠে পা রেখে যখন আমাদের দর্শকদের গর্জন শোনা যায়। সেই শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যায়।’
এরপর জাকারিয়া পিন্টুকে শ্রদ্ধা জানিয়ে শমিত লেখেন—
‘আমি এই জয় উৎসর্গ করতে চাই জাকারিয়া পিন্টুকে—স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ককে, যিনি ঠিক আজকের দিনেই, গত বছর ১৮ নভেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁর সাহস, নেতৃত্ব আর দেশের প্রতি ভালোবাসা—এই জার্সি পরা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে। এই জয় তার জন্য। এই জয় আপনাদের সবার জন্য।’

স্পোর্টস ডেস্ক