শেষ মুহূর্তে মনোযোগ ধরে রাখতে চান শমিত
এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়েছে বাংলাদেশের। ভারতও বিদায় নিয়েছে বাছাইপর্ব থেকে। তবু, বাংলাদেশ-ভারতের লড়াইয়ে ঝাঁঝ থাকে। আগামী ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি সাধারণ চোখে অর্থবহ না হলেও তাই গুরুত্ব রাখছে বাংলাদেশের কাছে।
ভারতের বিপক্ষে ম্যাচে জিততে চান শমিত সোম। সাম্প্রতিক দিনগুলোতে ভালো খেলেও জয়ের দেখা পাচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিরা। শমিত সেই ধারা ভাঙতে চান। ভারত ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে শনিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শমিত জানান জয়ের প্রত্যাশার কথা।
শমিত বলেন, ‘ভারত ভালো দল। আমরাও ভালো দল। এই ম্যাচটার অনেক অর্থ আছে। লড়াই হবে। আমরা তৈরি থাকব, আশা করি, জিততে পারব। চেষ্টা থাকবে যেন ভালো খেলতে পারি, ভালো পারফরম্যান্স দিতে পারি। ২২ বছর বোধ হয় জিতি না ওদের সঙ্গে। আমরা জানি, এই ম্যাচ জিততে হবে এবং জিতব।’
চলতি বছর মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষিক্ত হয়েছেন হামজা চৌধুরী। এরপর আমেন শমিত। দুজনের ছোঁয়ায় বদলে যাওয়া এক দলে পরিণত হয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করছে। ভাগ্যের উপহাস কিংবা নিজেদের ভুলে বারবার শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। কখনও হার, কখনও ড্র নিয়ে ছাড়তে হয় মাঠ। নেপালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচেও যেমন ৯৩ মিনিটে গোল হজম করে ড্র করেছে বাংলাদেশ।
এসব নিয়ে শমিত বলেন, ‘ফুটবলে এমন হয় তাই না? আমরা কেবল ভাগ্যেকে পক্ষে পাচ্ছি না। এমনকি নেপালের বিপক্ষে ম্যাচে ওরা যে কর্নার কিক পেয়েছে, ওইটা আসলে মনে হয় অফসাইডও ছিল। কিন্তু ফুটবলে এগুলো হয়। জানি না,কী কারণে আমরা মনোযোগ হারাচ্ছি, কিন্তু আশা করি, ভাগ্যকে সামনে পাশে পাব, মনোযোগ হারাব না এবং আমরা যেন ওভাবে গোল হজম না করি। মূল বিষয় হলো, আমাদের মনোযোগ ধরে রাখতে হবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত।’

স্পোর্টস ডেস্ক